Logo
Logo
×

খেলা

ভারতীয় নারী ক্রিকেট দলের বিশ্ব রেকর্ড

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৪:৩৫ পিএম

ভারতীয় নারী ক্রিকেট দলের বিশ্ব রেকর্ড

বিশ্ব রেকর্ড গড়ল ভারতীয় নারী ক্রিকেট দল। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনালে তিনশোর উপর রান করে অনন্য নজির গড়েছে স্মৃতি মন্ধানা-হরমনপ্রীত কৌররা। 

রোববার ফাইনাল ম্যাচে শ্রীলংকার বিপক্ষে টস জিতে ভারত ৭ উইকেট হারিয়ে করে ৩৪২ রান করে। এই রান করার মধ্য দিয়ে যুগ্ম ভাবে বিশ্ব রেকর্ড গড়ে ভারত। 

ভারতীয় নারী ক্রিকেট দল এই নিয়ে ওয়ানডেতে এক ক্যালেন্ডার বছরে মোট চার বার তিনশোর উপর রান করল। এটি এক ক্যালেন্ডার বছরে নারী দলের সর্বোচ্চ ৩০০+ ওয়ানডে স্কোর। তবে এই নজির ভারতের একার নয়। এই রেকর্ড যুগ্ম ভাবে রয়েছে নিউজিল্যান্ড নারী ক্রিকেট দলেরও। তাদেরও এক ক্যালেন্ডার বছরে চারটি ৩০০+ ওয়ানডে স্কোরের নজির রয়েছে।

২০২৪ সাল থেকে, এখনও পর্যন্ত ভারত মোট ২১টি নারী ওডিআই ম্যাচে মোট সাত বার ৩০০ রানের গণ্ডি টপকেছে। তার আগে ৩০৬টি ওয়ানডে ম্যাচে তাদের সংগ্রহ ছিল মাত্র চারটি ৩০০-এর বেশি স্কোর।

এদিন শ্রীলংকার কলম্বোয় টস জিতে প্রথমে ব্যাট করে ভারত। স্মৃতি মন্ধানা ওপেন করতে নেমে শুরুটা কিছুটা সতর্ক ভাবে করেছিলেন। তবে পরের দিকে তিনি গিয়ার বদলান এবং দ্রুত গতিতে স্কোরবোর্ডে রান যোগ করতে শুরু করেন। শ্রীলংকার বিপক্ষে এই ম্যাচে তিনি ১০১ বলে ১১৬ রানের দুরন্ত একটি ইনিংস খেলেছেন। তিনি ১১৪.৮৫ স্ট্রাইক রেটে এই রান করেছেন, যার মধ্যে ১৫টি চার এবং ২টি ছক্কা ছিল। বিশেষ করে, স্মৃতি মন্ধানা সেঞ্চুরি করতে মাত্র ৯২ বল নিয়েছিলেন। এটি তার ওয়ানডে ক্রিকেটে ১১তম সেঞ্চুরি, যা নারীদের ওয়ানডেতে যে কোনও ভারতীয় ক্রিকেটারের মধ্যে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডও।

স্মৃতির মান্দানার সেঞ্চুরি ছাড়াও ভারতীয় দলের নজর কেড়েছেন হার্লিন দেওয়াল। তিনি করেছেন ৫৬ বলে ৪৭ রান। হরমনপ্রীত কৌর ৩০ বলে করেছেন ৪১ এবং জেমিমা রডরিগেজের ২৯ বলে ৪৪ রানের সুবাদে তিনশোর রানের গণ্ডি টপকায় টিম ইন্ডিয়া। তারা নির্দিষ্ট ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪২ রান করে। শ্রীলংকার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন মালকি মাদারা, দেবামী বিহঙ্গ এবং সুগন্ধিকা কুমারী।

ভারত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম