যুদ্ধের ডামাডোলে ‘কমপ্লিট শাটডাউন’ পাকিস্তানের ক্রিকেটে
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৫, ০৫:৫৪ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ভারত-পাকিস্তান সংঘাতের আঁচ ভালোই টের পাচ্ছে দুই দেশের ক্রীড়াঙ্গন। এর মধ্যেই পাকিস্তান ক্রিকেটের ওপর দিয়ে যেন ঝড় একটু বেশিই বয়ে যাচ্ছে। প্রথমে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হয়েছে। এবার আরও তিনটি ঘরোয়া ক্রিকেটের আসর বন্ধ করল পাকিস্তান।
পিসিবি’র এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘দেশের বিরাজমান নিরাপত্তা পরিস্থিতির কারণে’ চলমান প্রেসিডেন্টস ট্রফি গ্রেড-২ টুর্নামেন্ট, আন্ত-জেলা চ্যালেঞ্জ কাপ এবং আন্তঃজেলা অনূর্ধ্ব-১৯ ওয়ানডে টুর্নামেন্ট স্থগিত করা হলো।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ভবিষ্যতে এই তিন টুর্নামেন্ট আবার চালু করা হবে, আর খুব দ্রুতই টুর্নামেন্টের বাকি অংশের সূচিও প্রকাশ করা হবে। তবে সেটা ঠিক কবে থেকে এই আভাস এখন পর্যন্ত দেয়া হয়নি।
শুধু যে দেশটির ঘরোয়া ক্রিকেটের একাধিক টুর্নামেন্ট বন্ধ হয়েছে, তা নয়। চলতি মাসের শেষদিকে পাঁচটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান সফরের কথা রয়েছে বাংলাদেশের। কিন্তু নিরাপত্তা পরিস্থিতির কারণে সে সিরিজ নিয়েও ঘোর অনিশ্চয়তা দেখা দিয়েছে।
পিসিবি জানিয়েছে, দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের পরবর্তী নির্দেশনার পরেই ফের পিএসএল বা অন্যান্য খেলা মাঠে গড়াবে।
এদিকে ভারতেও নিরাপত্তা শঙ্কার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত হয়েছে। এছাড়া ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) একটি স্থানীয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিছিয়ে গেছে।
প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত এবং পাকিস্তান দুই দেশ শনিবার (১০ মে) বিকেল থেকে যুদ্ধবিরতির ব্যাপারে একমত হয়েছে। যদিও দুই দেশই একে অপরের বিরুদ্ধে এরই মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে।
