Logo
Logo
×

খেলা

রোনাল্ডোকে ছাড়াই আল নাসরের গোলের ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ মে ২০২৫, ০৯:৪৭ এএম

রোনাল্ডোকে ছাড়াই আল নাসরের গোলের ইতিহাস

ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগের আশা যদিও ক্ষীণ, তবুও চেষ্টা চালাচ্ছে আল-নাসর। মঙ্গলবার আল-আখদুদের বিপক্ষে রীতিমতো তেঁতে ছিলেন সাদিও মানে-জন দুরানরা। এক, দুবার করে মোট নয়বার জাল কাঁপিয়েছে আল-নাসর। এমন গোলবন্যার দিনে খেলেননি ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

শিরোপার আশা ফুরাতেই নাখোশ রোনাল্ডো—এমন কথা যখন উঠছে, তখন কোচ স্টেফানো পিউলি কঠিন সিদ্ধান্ত নেন। রোনাল্ডোকে ছাড়াই নামেন লড়তে। তবে হতাশ হননি। উল্টো আল-নাসরের ইতিহাসের সবচেয়ে বড় জয় নিয়ে মাঠ ছেড়েছেন। সঙ্গে লিগের স্বপ্নও থাকছে বেঁচে।

প্রতিপক্ষের মাঠে রীতিমত ছড়ি ঘুরিয়েছেন সাদিও মানেরা। ৪০ শটের ১৫টি রেখেছেন লক্ষ্যে, গোল হয়েছে নয়টি। বিপরীতে ২৫ শতাংশ বল দখলে রাখা আখদুদ রক্ষণ সামলেই ওপরে উঠতে পারেনি। হারটাও এসেছে বড়। এর আগে আল-নাসরেরর সর্বোচ্চ জয় ছিল গত মৌসুমে আবহা ক্লাবের বিপক্ষে ৮-০ গোল ব্যবধানে। এবারের জয় ৯-০ ব্যবধান।

আল-নাসরের হয়ে কাল গোলের সূচনা করেন আয়মান ইয়াহিয়া। ১৬ মিনিটে প্রথম গোলের পর প্রথমার্ধে আসে আরও তিন গোল। বাকি সময়ে আরও পাঁচটি। দুটি গোল করেছেন অ্যাস্টন ভিলার সাবেক তারকা দুরান। মার্সেলো ব্রজোভিচ, আয়মান ও মোহাম্মদ মারান পেয়েছেন একবার করে জালের দেখা।

প্রতিপক্ষকে লণ্ডভণ্ড করতে বাকি কাজ সেরেছেন সাদিও মানে। লিভারপুলের সাবেক তারকা এদিন হ্যাটট্রিক করেছেন। সবশেষ ৫ ম্যাচে মানে পেয়েছেন ৯বার জালের দেখা। লিগে মোট ২৯ ম্যাচে তার নামের পাশে ১০ অ্যাসিস্ট ও ১৩ গোল। গতকাল পেয়েছেন চারবার জালের দেখা। তাতেই ৯-০ ব্যবধানের রেকর্ড জয় তুলেছে আল-নাসর।

বড় জয়েও প্রো লিগে অবস্থান পরিবর্তন হয়নি রোনাল্ডোর দলের। টেবিলে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আল-ইত্তিহাদ। ৬৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল-হিলাল। ৬৩ পয়েন্ট নিয়ে তিনে আল নাসর। লিগের বাকি তিন ম্যাচ জিতলেও রোনাল্ডোদের লিগ জেতার সম্ভাবনা নেই। তবে শীর্ষ দুইয়ে থাকা আপাতত লক্ষ্য স্টেফানির শিষ্যদের। সেটাও বেশ কঠিন, প্রথমত রোনাল্ডোদের বাকি ম্যাচ জিততে হবে এবং তাকিয়ে থাকতে হবে অন্যদের ম্যাচেও।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো আল-নাসর সৌদি প্রো লিগ সাদিও মানে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম