ইতালিয়ান সেই ক্লাবের খেলোয়াড়দের কেন জার্সি দিতেন না রোনাল্ডো
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৩ মে ২০২৫, ১২:৫২ পিএম
রোনাল্ডোর জার্সি কেউ পেতে চাইলে, তাকে ফেরাননি তিনি— ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ফুটবল মাঠে জার্সি অদলবদলের দৃশ্যটা চোখে পড়েছে নিশ্চয়ই। প্রতিপক্ষের পছন্দের খেলোয়াড়ের সঙ্গে জার্সি বদল করে আপ্লুত হতেও দেখা যায় অনেককে। যদি আবার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর মতো কেউ হন, তাহলে কে না চাইবে স্মৃতি সোনালি করে রাখতে! কিন্তু চাইলেও ইতালিয়ান একটি ক্লাবের কোনো খেলোয়াড়কে কখনও জার্সি দেননি রোনাল্ডো।
ট্রিবিউনা জানিয়েছে, সিরি এ’র ক্লাব এএস রোমার বিরুদ্ধে ক্ষোভ আছে রোনাল্ডোর। ইতালিতে যখন তিনি খেলছিলেন, তখন একাধিকবার ক্লাবটির খেলোয়াড়দের ফিরিয়ে দিয়েছেন। অনুরোধ সত্ত্বেও জার্সি দিতে সরাসরি অস্বীকৃতি জানিয়েছেন। কখনও কাউকে জার্সি দেননি।
পর্তুগিজ সুপারস্টার যেখানে হাজারওবার জার্সি অদলবদল করেছেন, বার্সেলোনা কিংবা লিভারপুলের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবের খেলোয়াড়দেরও ফেরাননি, সেখানে কেন নির্দিষ্ট এই খেলোয়াড়দের কখনও জার্সি দেননি।
কিন্তু পর্তুগালের সুপারস্টারের কেন এমন আচরণ? পর্তুগিজ সুপারস্টার যেখানে হাজারওবার জার্সি অদলবদল করেছেন, বার্সেলোনা কিংবা লিভারপুলের মতো প্রতিদ্বন্দ্বী ক্লাবের খেলোয়াড়দেরও ফেরাননি, সেখানে কেন নির্দিষ্ট ওই ক্লাবটির খেলোয়াড়দের জার্সি দেননি—এমন একটি প্রশ্নও শুনেছিলেন। রোনাল্ডো বলেছিলেন, তারা কিছু একটা করেছিল, যা ঠিক ছিল না।
২০০৭ সালের ঘটনা। রোনাল্ডো তখন ফর্মের তুঙ্গে। তরুণ তুর্কিকে নিয়ে বিশ্ব ফুটবলে বিস্তর আলোচনা। ওই বছর ওল্ড ট্রাফোর্ডে রোমার মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের লড়াইয়ে ইতালিতে ২-১ ব্যবধানে জিতে এসেছিল ইউনাইটেড। তবুও চাপ ছিল, শঙ্কা ছিল। স্যার অ্যালেক্স ফার্গুসনের দল তা উড়িয়ে দেন নিমিষেই। রোনাল্ডো করেন জোড়া গোল, রেড ডেভিলরা পায় ৬-০ গোলের জয়। ওইদিন রোনাল্ডোকে থামাতে বাজেভাবে ট্যাকল করে রোমা।
‘যখন স্কোরলাইন ৬-০, তারা তখন আমাকে থামানোর চেষ্টা করছিল। প্রতিপক্ষের একজন আমাকে ড্রিবল করতেই দেয়নি। অন্যরা মার দেওয়ার হুমকি ছুড়ছিল।’
২০১৮ সালে ডেইলি এক্সপ্রেসকে সেদিনের ঘটনা শোনান রোনাল্ডো, ‘যখন স্কোরলাইন ৬-০, তারা তখন আমাকে থামানোর চেষ্টা করছিল। প্রতিপক্ষের একজন আমাকে ড্রিবল করতেই দেয়নি। অন্যরা মার দেওয়ার হুমকি ছুড়ছিল। রোমা? হ্যাঁ, ক্লাবটির কোনো খেলোয়াড় নেই, যার সঙ্গে আমি জার্সি বদলেছি।’
ইউরোপ দাপিয়ে মধ্যপ্রাচ্যের ফুটবলে থিতু হওয়া রোনাল্ডো সেদিনের সেই ঘটনায় বিরক্ত হয়েছিলেন। তাই রোমার বিপক্ষে খেলা পড়লেই আলাদা মোটিভে জ্বলে উঠতেন। ক্যারিয়ারে ১২ বার ইতালিয়ান ক্লাবটির মুখোমুখি হয়েছিলেন রোনাল্ডো। ট্রান্সফার মার্কেট জানাচ্ছে, ১২ ম্যাচে ১০ বার কাঁপিয়েছে রোমার জাল। সঙ্গে সতীর্থদেরও করেছেন গোলে সহায়তা। মাঠে যেন পুরো তেতে থাকতেন সিআর সেভেন।
