প্রীতি বিয়ে করেননি বলেই ম্যাক্সওয়েল ব্যর্থ, যা বললেন অভিনেত্রী
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৫, ১২:৫২ পিএম
ম্যাক্সিকে জড়িয়ে প্রশ্ন করায় বেজায় চটেছেন প্রীতি— সংগৃহীত ছবি
|
ফলো করুন |
|
|---|---|
অনলাইনে ‘আস্ক মি এনিথিং’ নামের একটি সেশন চালিয়েছিলেন প্রীতি জিনতা। দর্শক-সমর্থকদের যা কিছু জানতে চাওয়ার শুনেছেন, জবাব দিয়েছেন। সেখানেই একজন অযাচিত প্রশ্ন তোলেন, যার কড়া জবাব শুনিয়ে দিয়েছেন বলিউড অভিনেত্রী। পাঞ্জাব কিংসের মালিক সমালোচনা করেছেন লিঙ্গ বৈষম্য নিয়েও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রীতি এক ভক্ত প্রশ্ন করেন, ‘ম্যাক্সওয়েলের সঙ্গে আপনার বিয়ে হয়নি বলেই কি উনি আপনার টিমে ভালো করে পারফর্ম করতে পারছেন না?’ মজার ছলে হলেও প্রশ্নটিতে বেশ বিরক্ত হয়েছেন প্রীতি। জবাবে তাকে পাল্টা প্রশ্ন করেছেন, ‘আপনি কি পুরুষ টিম মালিকদের একই প্রশ্ন করতেন? নাকি শুধু বৈষম্যের কারণে একজন মহিলাকেই এমন প্রশ্ন করা যায়?

‘ভালো করে প্রশ্নটা দেখুন আর বোঝার চেষ্টা করুন, আপনি ঠিক কী বলতে চাইছেন। যদি বোঝেন যে ঠিক কী বলতে চাইছেন, তা হলে বুঝবেন, বিষয়টা মোটেই কাম্য নয়!’
ইন্সটাগ্রামে প্রীতি লিখেছেন, ‘ক্রিকেটের সঙ্গে যুক্ত হওয়ার আগে ধারণাও ছিল না—একজন নারীর পক্ষে কর্পোরেট দুনিয়ায় অস্তিত্ব রক্ষা করা কতটা কঠিন। আমার মনে হয়, আপনি মজা করে প্রশ্নটা করেছেন। কিন্তু ভালো করে প্রশ্নটা দেখুন আর বোঝার চেষ্টা করুন, আপনি ঠিক কী বলতে চাইছেন। যদি বোঝেন যে ঠিক কী বলতে চাইছেন, তা হলে বুঝবেন, বিষয়টা মোটেই কাম্য নয়! আমার মনে হয় গত ১৮ বছর আমি যোগ্যতার সঙ্গে কাজ করেছি। তাই আমি যে সম্মানটা অর্জন করেছি, সেটা আমাকে দিন। লিঙ্গ বৈষম্য বন্ধ করুন।’
সাড়ে চার কোটি রূপিতে দলে আসা ম্যাক্সওয়েল ৭ ম্যাচে ব্যাট করছেন ৮ গড়ে। ৯৭.৪৫ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ৪৮ রান।
আইপিএলে প্রীতির দল পাঞ্জাবে দীর্ঘদিন খেলছেন ম্যাক্সওয়েল। এই দলের হয়ে অস্ট্রেলিয়ান হার্ডহিটারের সাফল্যও আছে ভুরিভুরি। ৭২ ম্যাচে ১৩৪২ রান ও ১৭ উইকেট নিয়েছেন অজি এই অলরাউন্ডার। তবে এবার আছেন পাদপ্রদিপের আড়ালে। সাড়ে চার কোটি রূপিতে দলে আসা ম্যাক্সি ৭ ম্যাচে ব্যাট করছেন ৮ গড়ে। ৯৭.৪৫ স্ট্রাইক রেটে করেছেন মাত্র ৪৮ রান। এরপরই প্রশ্ন উঠেছে, কেন প্রীতির দলে এখনও খেলছেন ম্যাক্সওয়েল। তারপরই আসল এমন বিব্রতকর প্রশ্ন!
২০০৫ থেকে ২০০৯ সালের মধ্যে প্রীতি তার সাবেক ব্যবসায়িক অংশীদার নেস ওয়াদিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন। একটি বিতর্কে এ দম্পতি আলাদা হয়ে যান। যেখানে ওয়াদিয়ার বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগও দায়ের করেন বলিউড তারকা। ২০১৬ সাল থেকে জিন গুডএনাফের সঙ্গে সুখী বিবাহিত জীবনযাপন করছেন প্রীতি। ২০২১ সালে সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের মা হয়েছেন।
