মেসিকে সেরার কাতারে রাখলেন না স্কালোনি, নেপথ্যে যে কারণ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৪ মে ২০২৫, ০১:৪২ পিএম
লিওনেল স্কালোনি ও লিওনেল মেসি/ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
আর্জেন্টিনার হয়ে তো বটেই, ক্লাব ফুটবলেও আর কিছুই জেতা বাকি নেই লিওনেল মেসির। এমন একজনকে প্রায়ই প্রশংসার বন্যায় ভাসান আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনি। পড়ন্ত ফর্মের তাকেও দেখেন বিশ্বসেরাদের কাতারে। তবে এবার সে বৃত্ত ভাঙলেন আর্জেন্টাইন এই কোচ। সেরাদের তালিকায় তাকে রাখেননি তিনি।
সম্প্রতি স্প্যানিশ সাংবাদিক সিরো লোপেজের অনুষ্ঠান সিরো ভিএআরে হাজির হয়েছিলেন স্কালোনি। সেখানেই প্রশ্নের মুখোমুখি হয়েছেন একগাদা। তার মধ্যে একটা প্রশ্ন ছিল– এই মুহূর্তে বিশ্বের তিন সেরা ফুটবলার কে? প্রশ্নটার জবাবে মেসির নাম আসবে না, সেটা অনেকটা পরিষ্কারই।
চলতি বছর মেসির গোলসংখ্যা ১০, অ্যাসিস্ট করেছেন দুটো। এমন কিছু নেহায়েত মন্দ না হলেও মেসির মানদণ্ডে তা বেশ ‘খারাপ’। তাছাড়া বর্তমানে ফুটবলে তার চেয়ে ভালো পারফর্ম করা ফুটবলাররাও আছেন।
তবে মানুষটা স্কালোনি বলেই মেসিকে শীর্ষ খেলোয়াড়দের তালিকায় দেখাটা প্রত্যাশা করা যায়। সেটা তিনি রাখতেনও, ইঙ্গিত দিলেন স্কালোনি। কেন রাখেননি, তারও একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, ‘মেসিকে এই তালিকায় আমরা রাখছি না। কারণ সে তাতে হয়তো বিরক্তই হবে।’
মেসিকে এই তালিকায় না রাখলেও দুই আর্জেন্টাইনকে রাখতে চেয়েছিলেন স্কালোনি। তবে স্থান সংকুলান না হওয়ার ফলে এই তালিকায় জায়গা পেয়েছেন একজন। তার অভিমত, লাওতারো মার্তিনেজ বা হুলিয়ান আলভারেজদের কেউ একজন এই তালিকায় থাকবেন নিশ্চিত।
তালিকাটা করা হয়েছিল ৩ জনকে নিয়ে। তারই শেষ জায়গা নিয়ে ‘লড়াই’টা হয়েছে মার্তিনেজ আর আলভারেজের মধ্যে। তাহলে প্রশ্ন চলে আসে অন্য দুজন কারা? স্কালোনির এই সেরা তিনের তালিকার বাকি দু’জনের একজন হলেন কিলিয়ান এমবাপ্পে, যিনি তার আর্জেন্টিনার বিপক্ষেই একটা হ্যাটট্রিক করেছিলেন বিশ্বকাপের ফাইনালে, তবু শিরোপাটা জিততে পারেননি।
অন্যজন হলেন লামিন ইয়ামাল। ১৭ বছর বয়স তার। এই বয়সেই চলতি মৌসুমে তিনি রীতিমতো বার্সেলোনার প্রাণভোমরা বনে গেছেন। বার্সেলোনাকে জিতিয়েছেন সুপার কোপা দে এস্পানা আর কোপা দেল রের শিরোপা, চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দল খেলেছে তার কল্যাণে, লা লিগাতেও শিরোপার দুয়ারে আছে বার্সা। এমন পারফর্ম্যান্সের পর তাকে কোচ স্কালোনি রেখেছেন সেরা তিনের ভেতরে।
তবে এই তালিকায় জায়গা হলো না মেসির। যদিও কারণটা ভিন্ন।



