Logo
Logo
×

খেলা

পাকিস্তানে সিরিজ না ভারতে আইপিএল, কোনটা খেলবেন মোস্তাফিজ?

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৯:০৩ এএম

পাকিস্তানে সিরিজ না ভারতে আইপিএল, কোনটা খেলবেন মোস্তাফিজ?

মোস্তাফিজুর রহমান/ ফাইল ছবি

সন্ধ্যার ফ্লাইটে দ্বিতীয় ভাগে বাংলাদেশ দল যখন দুবাইয়ের বিমানে উঠবে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দলের সবাই জানতে পারলেন যে, মোস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস আইপিলের বাকি অংশের ম্যাচের জন্য রেকর্ড ছয় কোটি রুপিতে কিনেছে। খবর পৌঁছায় মিরপুরে বিসিবির কার্যালয়েও। 

তারা জানায়, মোস্তাফিজ বিসিবির কাছে আইপিএলে খেলার জন্য অনাপত্তিপত্র চেয়ে কোনো আবেদন করেননি। স্বভাবতই দিল্লির ডাক পাওয়া এই বাঁ-হাতি বাংলাদেশি পেসারের আইপিএলে খেলা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়। সাধারণত আইপিএল কর্তৃপক্ষ বিদেশি খেলোয়াড়ের বোর্ডের কাছ থেকে এনওসি (অনাপত্তিপত্র) পাওয়ার পর ওই খেলোয়াড়কে সই করানোর ঘোষণা দেয়। 

মোস্তাফিজের বেলায় এবার তা হয়নি। বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী স্পষ্ট করে দেন যে, বোর্ড এমন কোনো আবেদন পায়নি। ‘আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এ ধরনের কোনো বার্তা পাইনি,’ বলেছেন তিনি।

এদিকে বুধবার সন্ধ্যায় বাংলাদেশ দলের দ্বিতীয় বহরের সঙ্গে দুবাইগামী বিমানে উঠেছেন মোস্তাফিজ। আরব আমিরাতের বিপক্ষে ১৭ ও ১৯ মে দুটি টি ২০ খেলবে বাংলাদেশ। এরপর সেখান থেকে পাঁচ ম্যাচের টি ২০ সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাওয়ার কথা বাংলাদেশ দলের। 

সফর যদি হয়, তাহলে ২৫, ২৭ ও ৩০ মে এবং ১ ও ৩ জুন পাকিস্তানে পাঁচটি টি ২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। আর শনিবার আবার শুরু হওয়া আইপিএলে দিল্লির লিগপর্বের তিন ম্যাচ ১৮, ২১ ও ২৪ মে। এরপর প্লে-অফ।

বিসিবির একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, ‘কোনো খেলোয়াড়কে নিতে হলে সরাসরি বোর্ডের সঙ্গে আগে যোগাযোগ করার কথা। কিন্তু মোস্তাফিজের সুযোগ পাওয়ার বিষয়ে বিসিবি কিছুই জানে না।’ তাই আইপিএলের জন্য মোস্তাফিজকে ছাড়া হবে কি-না সে বিষয়ে নিশ্চয়তা দিতে পারেনি বিসিবির পরিচালনা বিভাগ।

অস্ট্রেলীয় ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলি হিসাবে সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। তিনি দিল্লির হয়ে এর আগে ২০২২ ও ২০২৩-এও খেলেছেন। নিয়েছেন নয় উইকেট।

মোস্তাফিজুর রহমান আইপিএল বিসিবি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম