Logo
Logo
×

খেলা

শান মাসুদকে সরিয়ে কাকে অধিনায়ক করছে পিসিবি?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৯:৫১ পিএম

শান মাসুদকে সরিয়ে কাকে অধিনায়ক করছে পিসিবি?

অধিনায়ক শান মাসুদকে সরিয়ে টেস্ট দলে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে সিরিজের আগে নতুন কাউকেই টেস্ট অধিনায়ক ঘোষণা করা হতে পারে।

পিসিবির বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এমনই তথ্য জানিয়েছে ক্রিকেট পাকিস্তান। 

সূত্রটি জানায়, সৌদ শাকিলকে টেস্ট দলের নেতৃত্বের জন্য গুরুত্ব সহকারে বিবেচনা করা হচ্ছে। যদিও এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

এটি মূলত পাকিস্তানের লাল বল ক্রিকেটকে পুনর্গঠনের অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে। এর আওতায় টেস্ট দলের কোচিং স্টাফেও পরিবর্তন আনা হতে পারে।

শান মাসুদ ২০২৩ সালের নভেম্বরে টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব পান। তার অধিনায়কত্বে পাকিস্তান ১২টি টেস্টে মাত্র ৩টিতে জয় পায় এবং ৯ ম্যাচেই পরাজিত হয়। যার ফলে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩–২৫-এ পাকিস্তান বর্তমানে ৯ম স্থানে ঠাঁই করে নিয়েছে।

এ সময়ের মধ্যে পাকিস্তান অস্ট্রেলিয়া, বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়। শুধু শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতে কিছুটা স্বস্তি আসে। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ড্র করা সিরিজ দলীয় পারফরম্যান্সের নেতিবাচক ধারা থেকে বের করতে পারেনি।

অন্যদিকে, সৌদ শাকিল পাকিস্তানের টেস্ট মিডল অর্ডারে একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য ব্যাটার হিসেবে উঠে এসেছেন। অভিষেকের পর থেকে তার গড় ৫০-এর ওপরে, যা নির্বাচকদের নজর কেড়েছে।

সম্প্রতি পিএসএলের দশম আসরে কোয়েটা গ্ল্যাডিয়েটরসকে নেতৃত্ব দিয়ে টেবিলের শীর্ষে তুলেছেন।  এখন পর্যন্ত ৯ ম্যাচে ৬টি জয় পেয়েছে কোয়েটা। চাপের মধ্যে তার কৌশলগত দূরদর্শিতা ও পরিণত নেতৃত্বই মূলত পিসিবির কাছে ইতিবাচক বার্তা পাঠিয়েছে।

পিসিবি মনে করে, ব্যক্তিগত পারফরম্যান্স ও নেতৃত্বের ভারসাম্য রক্ষা করতে পারা একজন অধিনায়কের হাত ধরেই পাকিস্তানের টেস্ট সংস্কৃতিকে পুনর্গঠনের পথ তৈরি হতে পারে।

উল্লেখ্য, পাকিস্তান জাতীয় দলের পরবর্তী টেস্ট সিরিজ অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পূর্ণাঙ্গ এই সিরিজে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে উভয় দল।

এই সিরিজ সামনে রেখেই মূলত দলের নতুন অধিনায়কত্বের সিদ্ধান্ত চূড়ান্ত করতে চায় পিসিবি। যাতে দল প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পায়।

পাকিস্তান শান মাসুদ অধিনায়ক টেস্ট ক্রিকেট সৌদ শাকিল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম