Logo
Logo
×

খেলা

লিড পেয়েও ধুঁকছে বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ০১:০৫ পিএম

লিড পেয়েও ধুঁকছে বাংলাদেশ

বোলিংয়ে ভালো শুরু পায়নি সোহান ব্রিগেড— ভিডিও থেকে নেওয়া ছবি

দ্বিতীয় দিনে দল যখন ব্যাটিং বিপর্যয়ে, সেঞ্চুরি করে তখন টেনেছিলেন নুরুল হাসান সোহান। বাংলাদেশ এ দলের অধিনায়কের সেঞ্চুরিতে লিড পেরোয় টাইগাররা। ১২ রানের লিডও আসে, তবে দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে ভালো শুরু করতে পারেনি সোহান ব্রিগেড।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ইতোমধ্যে ৭৭ রান তুলে নিয়েছে কিউইরা। ১ উইকেট হারিয়ে লিড নিয়েছে ৬৫ রানের। টাইগার বোলারদের দুঃসময় বাড়াচ্ছেন অধিনায়ক জো কার্টার ও নিক কেলি। দুজনের জুটি অবিচ্ছিন্ন ৬৭ রানে।

আগের দিন ২৪৯ রান নিয়ে থামা বাংলাদেশ আজ আরও ১৯ রান জমা করে। কিউইদের ২৫৬ রানের শোধ দিয়ে আসে ১২ রানের লিড। সেই লিড শোধ দিয়ে দারুণ গতিতে এগোচ্ছেন সফরকারী দল। লাঞ্চের পর ২৮ রান রানে ব্যাট করছেন কার্টার ও নিকের ব্যাটে এসেছে ৪০ রান।

প্রথম ইনিংসে পেসতাণ্ডব চালানো খালেদ আহমেদ দিনটা ভালো শুরু করেছিলেন। কিন্তু খেই হারিয়েছেন বাকিরা। দলীয় ১০ রানের মাথায় রায়াস মারিউকে (৬) ফেরান খালেদ। এরপর অধিনায়ক সোহান আরও ৫ বোলার ব্যবহার করলেও জুটি ভাঙতে পারেনি। পঞ্চাশ ছাড়িয়ে যাওয়া জুটিই টাইগারদের চোখ রাঙাচ্ছে।

বাংলাদেশ এ দল নিউজিল্যান্ড নুরুল হাসান সোহান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম