Logo
Logo
×

খেলা

বিমানবন্দরে বাজে ব্যবহারের শিকার স্টার্ক, খেলবেন না আইপিএল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ০৩:১৭ পিএম

বিমানবন্দরে বাজে ব্যবহারের শিকার স্টার্ক, খেলবেন না আইপিএল

ছবি: সংগৃহীত

দিল্লির বিমানবন্দরে মালামাল চেক করে নিচ্ছিলেন মিচেল স্টার্ক। তখনই একজন ব্লগার তার দিকে ভিডিও অন করে চলে আসেন। কিছু একটা বলতেও দেখা যায় তাকে। স্টার্ক বিরক্ত হন এবং ওই ভারতীয়কে দূরে যেতে বলেন। তিনি উল্টো আরও কাছে গিয়ে ভিডিও করতে থাকেন। ওই ঘটনায় সমালোচনা হচ্ছিল বেশ। আজ জানা গেছে দিল্লি ক্যাপিটালসের ক্যাম্পে যোগ দিচ্ছেন না এই অজি।

নতুন ভাবে শুরু হতে যাওয়া আইপিএলের বাকি অংশে যে স্টার্ক খেলবেন না, তা অনেকটা অনুমিতই ছিল। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা এল। ১১ ম্যাচে দিল্লির হয়ে সর্বাধিক ১৪ উইকেট নেওয়া পেসার দলকে জানিয়েছেন, তিনি ভারত আসছেন না।

নিরাপত্তা শঙ্কার বিষয়ও যে আছে তা বোঝা যায় ফ্রেশার ম্যাকগার্গের আইপিএল খেলতে না আসার সিদ্ধান্তে। ইংলিশ ক্রিকেটার মঈন আলীও নাম তুলে নিয়েছেন। ফ্রেশারের জায়গায় সুযোগ দিল্লিতে সুযোগ পেয়েছেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। নিরাপত্তার জন্য খেলতে না চাওয়াদের তালিকায় আছে বেশ কয়েকটি বড় নামও।

আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে স্থগিত হওয়া আইপিএলের বাকি অংশ। ভারত-পাকিস্তানের মধ্যেকার সামরিক সংঘাতের পর গত সপ্তাহের বৃহস্পতিবার স্থগিত করা হয়েছিল খেলা। নিরাপত্তা অজুহাতে এক সপ্তাহের বেশি বন্ধ থাকার পর ফের মাঠে গড়াচ্ছে এবারের আইপিএল। পরিবর্তন হয়েছে ফাইনালের তারিখও।

মিচেল স্টার্ক দিল্লি ক্যাপিটালস আইপিএল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম