ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
২০০৭ সালে প্রিমিয়ার লিগ নামকরণের পর ঘরোয়া ক্রিকেট সর্বোচ্চ টুর্নামেন্টের শিরোপা ছুঁয়ে দেখা হয়নি দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের। এবার সে স্বপ্নপূরণের দোরগোড়ায় দাঁড়িয়ে সাদাকালোরা। শুক্রবার (১৬ মে) সে পথে আরেক পা এগিয়েছে দলটি। চট্টগ্রাম আবাহনীকে ৪-১ গোলে উড়িয়ে শিরোপার হাতছোঁয়া দূরত্বে পৌঁছে গেছে আলফাজ আহমেদের শিষ্যরা।
কুমিল্লার শহিদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জোড়া গোল পেয়েছেন এমানুয়েল সানডে। একটি করে গোল করেছেন সুলেমান দিয়াবাতে এবং মোজাফফর মোজাফফরভ। চট্টগ্রাম আবাহনীর একমাত্র গোলটি আসে সুমন হোসেনের পা থেকে।
১৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে এখন লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে মোহামেডান। লিগে তাদের আরও তিনটি ম্যাচ খেলতে হবে। লিগ টেবিলে দ্বিতীয় স্থানে থাকা আবাহনীর চেয়ে আপাতত ১০ পয়েন্টে এগিয়ে মোহামেডান। তাদের চেয়ে একটি ম্যাচ কম খেলেছে আবাহনী।
লিগ টেবিলের শীর্ষ আর তলানির দল যখন মুখোমুখি হয়, তখন ম্যাচের আগেই ফলাফল অনুমান করা যায়। তবে তলানির দল যদি কোনো চমক দেখাতে পারে, তাহলে ভিন্ন কথা। কিন্তু চট্টগ্রাম আবাহনী তেমন কোনো চমকই দেখাতে পারেনি।
ম্যাচের ২৯ মিনিটে দিয়াবাতের নিখুঁত প্লেসিংয়ে ম্যাচে প্রথম এগিয়ে যায় মোহামেডান। বিরতির আগে সানডের দুর্দান্ত গোলে ব্যবধান হয় দ্বিগুণ।
দ্বিতীয়ার্ধের শুরুতে মোহামেডানের জয় সুনিশ্চিত করে ফেলেন মোজাফফরভ। তার গতিময় শটে গোলকিপার হাত ছোঁয়াতে পারলেও ঠেকাতে পারেননি। ৬০ মিনিটে সানডের দ্বিতীয় গোলে বড় জয়ের পথে ছুটতে থাকে সাদাকালো জার্সিধারীরা।
শেষ দিকে সুমন যা একটু হারের ব্যবধান কমান। ১৫ ম্যাচে ১৪ হার ও এক জয়ে ৩ পয়েন্ট নিয়ে টেবিলে তলানিতে আছে চট্টগ্রাম আবাহনী।
