তাসকিন আহমেদ/ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
সবশেষ ফেব্রুয়ারিতে মাঠে নেমেছিলেন তাসকিন আহমেদ। এরপর থেকে চোটের কারণে আছেন মাঠের বাইরে। তবে সে চোট কাটিয়ে তাসকিন বোলিং শুরু করেছেন। শিগগিরই ফিরতে চান মাঠেও, সম্প্রতি আইসিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন তিনি।
ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবশেষ মাঠে দেখা গিয়েছিল তাকে। এরপরই অ্যাকিলিসের চোট তাকে ছিটকে দেয় মাঠের বাইরে। এরপর একাধিক বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে তিনি গিয়েছিলেন লন্ডনে। তাদের সবুজ সংকেত মিলতেই তিনি মাঠে নেমে গেছেন।
আসছে মাসে বাংলাদেশ ক্রিকেট দল যাবে শ্রীলঙ্কা সফরে। গল আর কলম্বোয় ২ টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর দুই দল খেলবে ছয়টি সাদা বলের ম্যাচ। তাসকিনের চোখ এখন সে সফরেই।
নিজের চোট নিয়ে তাসকিন বলেন, ‘এখন পুনর্বাসন প্রক্রিয়া চলছে। ক্রিকেট বোর্ডের ফিজিও আর ট্রেইনার, সঙ্গে ইংল্যান্ডের একজন বিশেষজ্ঞ মিলে পুনর্বাসন পরিকল্পনা সাজিয়েছেন।’
এরপরই তিনি জানালেন কখন মাঠে ফিরে আসার লক্ষ্য ঠিক করেছেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত পাঁচটা সেশন শেষ হয়েছে। আমি হালকা বোলিংও শুরু করে দিয়েছি। আমার পক্ষে ফেরার দিনক্ষণটা নির্দিষ্ট করে বলাটা কঠিন। এখন আমাদের লক্ষ্য হচ্ছে জুনে শ্রীলঙ্কা সফর। যদি সবকিছু ঠিকঠাক হয় আরকি।’
তবে পুনর্বাসন প্রক্রিয়া যেভাবে চলছে, তাতে তাসকিনের আশা, লক্ষ্য পূরণ করতে পারবেন তিনি। তার ভাষ্য, ‘এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি। তো এভাবে চলতে থাকলে আমার আশা আমি এই সিরিজ দিয়েই মাঠে ফিরতে পারব।’
এর আগে অবশ্য বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছিলেন তার চোটের হালচাল। তিনি বলেন, ‘লন্ডনে গিয়ে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়েছেন তাসকিন—স্পোর্টস সার্জন, স্পোর্টস সাইকোথেরাপিস্ট ও গোড়ালি বিশেষজ্ঞ চিকিৎসক সম্মিলিতভাবে একটি রিপোর্ট দিয়েছেন। তারা বলেছেন, এখনই কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই।’ সে রিপোর্টের ওপর ভিত্তি করেই মূলত তার পুনর্বাসন পরিকল্পনা সাজানো হয়।


