বিশ্বজয়ী টেইটের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন তাসকিন
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৩:৪৮ পিএম
শন টেইট এর আগেও বাংলাদেশে কাজ করেছেন চিটাগং কিংসের হয়ে/ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
জাতীয় দলের পেস আক্রমণের নেতা তাসকিন আহমেদ। সম্প্রতি যদিও তিনি আছেন মাঠের বাইরে। চোট কাটিয়ে ফেরার সংগ্রাম লড়ছেন তিনি।
তবে এরই মধ্যে তিনি শুনেছেন এক সুখবর। বাংলাদেশের পেস বোলিং কোচ হিসেবে এসেছেন শন টেইট। অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ জেতা এই পেসারের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছেন, সম্প্রতি আইসিসিকে এমনটাই বললেন তাসকিন।
সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে যে, অস্ট্রেলিয়ার সাবেক গতিময় পেসার শন টেইট হবেন দলের নতুন ফাস্ট বোলিং কোচ। তিনি আন্দ্রে অ্যাডামসের স্থলাভিষিক্ত হচ্ছেন এবং তার সঙ্গে চুক্তি হয়েছে ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত।
টেইট ২০০৭ সালের বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন এবং তার মূল শক্তি ছিল গতি। তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে মুখিয়ে আছেন তাসকিন।
এর আগের কোচেদের সঙ্গে টেইটের বড় পার্থক্য আছে একটা জায়গায়। খেলোয়াড়ি জীবনে মাঠ থেকে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা টেইটকে আলাদা করে রেখেছে। বিষয়টা তাসকিনেরও ভাবনায় আছে।
তাসকিনের কথা, ‘তিনি (টেইট) একজন খুবই ভালো ফাস্ট বোলার ছিলেন এবং অস্ট্রেলিয়ার হয়ে অনেক ম্যাচ খেলেছেন। সবচেয়ে ভালো দিক হলো, এই বছর আমাদের অনেক টি-টোয়েন্টি খেলা আছে এবং উনি আধুনিক যুগের টি-টোয়েন্টি খেলেছেন এবং বড় বড় টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা আছে।’
খেলা নিয়ে দর্শনের দিক থেকেও টেইট আলাদা হবেন, এমনটাই বিশ্বাস তাসকিনের। তিনি বলেন, ‘তার খেলাধুলা সম্পর্কে নিশ্চয়ই ভালো কিছু ধারণা আছে এবং আশা করি, তার অভিজ্ঞতা আমাদের উপকারে আসবে। আপনি যখন জাতীয় দলের অংশ, তখন কোচ কিছুটা গেম অ্যাওয়ারনেস আর টেকনিক্যাল দিক থেকে সাহায্য করতে পারে, কিন্তু বোলারদের নিজেকেই নিজেকে শেখাতে হয়।’
সে কারণে টেইটের সঙ্গে কাজ করে উপকৃতই হবেন, এমনটাই মনে করছেন তাসকিন, ‘তবে টেইটের মতো বড় মাপের কেউ পাশে থাকলে বিষয়গুলো সহজ হয়ে যায়। আশা করি, উনার অন্তর্ভুক্তি আমাদের উপকারে আসবে।’
