Logo
Logo
×

খেলা

রোহিতকে রিতিকার থেকে দূরে থাকতে বলেছিলেন যুবরাজ!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৫:০৮ পিএম

রোহিতকে রিতিকার থেকে দূরে থাকতে বলেছিলেন যুবরাজ!

রোহিত শর্মা, রিতিকা সাজদেহ এবং যুবরাজ সিং

বোরিভালি ক্রিকেট স্টেডিয়ামের পিচে হাঁটু গেড়ে বসে রিতিকা সাজদেহকে প্রেম নিবেদন করেছিলেন ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। ২০১৫ সালে রিতিকার সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। দুই সন্তান নিয়ে এখন রিতিকার সঙ্গে সুখের সংসার রোহিতের। তবে তাদের প্রেম আর পরিণয়ের গল্প এত সহজ ছিল না।

মুম্বাইয়ের একটি স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থার অন্যতম কর্ণধার ছিলেন রিতিকা। সে সূত্রে ভারতের বিশ্বকাপজয়ী অলরাউন্ডার যুবরাজ সিংয়ের সঙ্গে যোগাযোগ ছিল তার। যুবরাজ সহ ভারতের বেশ কয়েকজন শীর্ষ ক্রিকেটার রিতিকাদের প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ ছিল। একসময় যুবরাজকে রাখি পড়িয়ে ভাই বানিয়ে নেন রিতিকা।

সে প্রতিষ্ঠানের কাজে পরে রোহিত শর্মার সঙ্গেও যোগাযোগ করতে হয় রিতিকাকে। যুবরাজের মাধ্যমেই তখন রোহিতের দেখা পেয়েছিলেন তিনি। শুরুতে তাদের যোগাযোগ পেশাগত বিষয়ে সীমাবদ্ধ থাকলেও ক্রমেই তা প্রেমের দিকে বাঁক নেয়।

যুবরাজ তখন রিতিকার সঙ্গে রোহিতের সম্পর্ক আঁচ করতে পেরেছিলেন। একপর্যায়ে রোহিতকে রীতিমত সতর্কও করে দিয়েছিলেন তিনি। বলেছিলেন, রীতিকা তার বোন। কথাবার্তা যেন পেশাগত বিষয়েই সীমাবদ্ধ থাকে। রিতিকাকেও তিনি একইভাবে সতর্ক করে দেন।

পরে এক সাক্ষাৎকারে রোহিতই বলেছিলেন, ‘যুবিভাই আমাকে কঠোর ভাষায় পরিষ্কার বলেছিলেন যে,রীতিকার থেকে দূরে থাকতে। প্রয়োজন ছাড়া কথাবার্তা না বলতে।’

কিন্তু রোহিত এই নিষেধ কানে তোলেননি। ২০০৮ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা হতেই যুবরাজের কথা ভুলে দুজনে ভালো বন্ধু হয়ে ওঠেন। বিভিন্ন ছুতোয় ঘন ঘন দেখা করতেন। পরে বোরিভালি স্পোর্টস ক্লাবে প্রেম নিবেদন এবং পর বিয়ের মাধ্যমে সম্পর্ক পরিণতি পায় তাদের।

রোহিত শর্মা যুবরাজ সিং

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম