আর্জেন্টিনার মার্তিনেজকে নিয়ে মেসি আর রোনালদোর সাবেক ক্লাবদের কাড়াকাড়ি
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৬:২১ পিএম
এমিলিয়ানো মার্তিনেজ
|
ফলো করুন |
|
|---|---|
অ্যাস্টন ভিলা ছাড়ছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজ। ভিলা পার্কে সবশেষ ম্যাচে চোখের জলে সমর্থকদের একপ্রকার বিদায়ও জানিয়ে দিয়েছেন তিনি। এমতাবস্থায় তার পরবর্তী গন্তব্য নিয়ে কানাঘুষা শুরু হয়ে গেছে। তাকে দলে ভেড়ানোর দৌড়ে যোগ দিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড এবং স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা।
আর্জেন্টিনার গণমাধ্যম ওলে, ডি স্পোর্টস রেডিও এবং লাতিন সাংবাদিক ফার্নান্দো চেজ জানিয়েছেন, জাতীয় দলে মার্তিনেজের সতীর্থ লিওনেল মেসির সাবেক ক্লাব বার্সেলোনা আর ক্রিস্টিয়ানো রোনালদোর সাবেক ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের কাছ থেকে বড় রকমের প্রস্তাব পেয়েছেন তিনি।
এর আগে টিওয়াইসি স্পোর্টসে কাজ করা আর্জেন্টিনা প্রখ্যাত সাংবাদিক গাস্তন এদুল জানিয়েছিলেন, সৌদি প্রো লিগের ক্লাবগুলো মার্তিনেজকে পেতে আগ্রহী। কিন্তু আর্জেন্টাইন গোলকিপার নাকি নিজেই এসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তিনি এখনো ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবল খেলতে আগ্রহী।
এদুল আরও জানিয়েছিলেন, দুটো বড় ক্লাব আগ্রহী এমিলিয়ানোর জন্য। এর একদিন পরই ডি স্পোর্টসের পক্ষ থেকে জানানো হয়, ‘দুটি বড় ক্লাব’ বার্সেলোনা এবং ম্যানচেস্টার ইউনাইটেডের নাম সামনে এলো।
চলতি মৌসুমে বার্সেলোনার গোলে ছিলেন পোলিশ গোলকিপার ভয়চেক শেজনি। গোলপোস্টে ভালোই আস্থা জুগিয়েছেন তিনি। অন্যদিকে ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যামেরুনিয়ান গোলকিপার আন্দ্রে ওনানাকে নিয়ে অভিযোগের অন্ত নেই। তাই মার্তিনেজকে আপাতত বার্সার চেয়ে ইউনাইটেডেরই বেশি প্রয়োজন।
তবে শেষ পর্যন্ত মার্তিনেজ এই দুই ক্লাবের কোনোটিতে যোগ দেবেন নাকি নতুন কোনো ক্লাবের ‘সারপ্রাইজ এন্ট্রি’ হবে–তা জানতে এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।
