Logo
Logo
×

খেলা

যুদ্ধের জেরে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশিরা, যা বলছে আইপিএল কর্তৃপক্ষ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৭:৪০ পিএম

যুদ্ধের জেরে মুখ ফিরিয়ে নিচ্ছে বিদেশিরা, যা বলছে আইপিএল কর্তৃপক্ষ

মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড

পাকিস্তানের সঙ্গে যুদ্ধের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের সবচেয়ে ব্যবসাসফল ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। যুদ্ধাবস্থার মধ্যে এক সপ্তাহের জন্য টুর্নামেন্টটি স্থগিতও করা হয়। অবশেষে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির পর আবারও মাঠে ফিরেছে আইপিএল। তবে বিরতির পর অনেক বিদেশি ক্রিকেটারই আর আইপিএলে ফেরেননি।

কেউ কেউ মনে করছেন, এর ফলে আইপিএলের জৌলুস অনেকটাই কমে যাবে। তবে এ কথার সঙ্গে একমত নন আইপিএলের চেয়ারম্যান অরুণ ধুমাল।

তিনি বলেছেন, ‘আইপিএল স্থগিত করার সিদ্ধান্তটা খুবই স্পর্শকাতর বিষয় ছিল। ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টায় আমাদের নজর দিতে হত। তবে আইপিএল নিয়ে কোনও আশঙ্কার জায়গা ছিল না। আমরা লিগ স্থগিত করেছিলেন একটা সতর্কতা হিসেবে। কখনও কখনও দেশের মানুষের আবেগকেই প্রাধান্য দিতে হয়।'

তিনি বলেন, ‘তখন দেশের পাশে, দেশের সেনার পাশে সব সময় দাঁড়াতে হয়। আমরা সংঘর্ষবিরতির পরই আমাদের ফ্র্যাঞ্চাইজি এবং ব্রডকাস্টারসহ সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়ে ফেলি, যে এখনই লিগ শেষ করার সেরা সময়। কারণ পরের দিকে ক্রিকেটারদের আন্তর্জাতিক খেলাও শুরু হয়ে যাবে।’

যেসব বিদেশি ক্রিকেটাররা নিরাপত্তা শঙ্কায় যুদ্ধবিরতির পরও আইপিএলে ফিরছেন না, তাদের বিরুদ্ধে অবশ্য কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। ধুমাল জানান, ‘আমরা বুঝতে পারছি, ক্রিকেটারদেরও একটা আলাদা কমিটমেন্ট রয়েছে নিজের দেশের বোর্ডের সঙ্গে। আমরা যেহেতু এক সপ্তাহ পিছিয়ে গেছি, তাই এই সমস্যাটা হয়েছে। কোনো ক্রিকেটারের ওপরেই আমরা আমাদের সিদ্ধান্ত চাপিয়ে দেইনি, বা জোর করে খেলতে বলিনি।’

আইপিএল

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম