Logo
Logo
×

খেলা

ব্যাটে ঝড় তুলে সাব্বিরের ৯৬ বলে ১৫২*

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৮:২৯ পিএম

ব্যাটে ঝড় তুলে সাব্বিরের ৯৬ বলে ১৫২*

সাব্বির রহমান

সাব্বির রহমান দেশের ক্রিকেটে এক আক্ষেপের নাম। একসময় জাতীয় দলে টি-টোয়েন্টি ‘বিশেষজ্ঞ’ হিসেবে বিবেচনা করা হতো তাকে। কিন্তু ফর্মহীনতায় সে তকমা তো হারিয়েছেন-ই, জাতীয় দলে ফেরার পথও এখন তার জন্য সুদূরপরাহত।

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগেও (ডিপিএল) নিজের ছায়া হয়ে ছিলেন সাব্বির। তবে ইংল্যান্ডের টেমস ভ্যালি ক্রিকেট লিগের ডিভিশন ওয়ানের ম্যাচে হঠাৎ ব্যাট হাতে বড় এক চমক উপহার দিয়েছেন তিনি। উক্সব্রিজ ক্রিকেট ক্লাবের হয়ে ৯৬ বলে ৯ ছক্কার সাহায্যে খেলেছেন ১৫২ রানের হার না মানা এক ইনিংস।

সাকিব্বের এই অতিমানবীয় ইনিংসের সঙ্গে আমান কাদ্রির ১৩৪ রানের সাহায্যে ৩৪৮ রানের পাহাড় গড়ে উক্সব্রিজ। সে রান তাড়া করতে নেমে অল্পতেই গুটিয়ে গেছে আমেরশাম ক্রিকেট ক্লাব। এতে সাব্বিরদের দল জয় পেয়েছে ১৩১ রানে।

ম্যাচে অভাবনীয় ব্যাটিংয়ের পর বল হাতেও ৪ ওভার করেছেন সাব্বির। তবে বোলিংয়ে ২৭ রান খরচ করেও কোনো উইকেট পাননি।

দুর্দান্ত এই পারফরম্যান্সের স্কোরকার্ড নিজের ফেসবুক পেজে শেয়ার করে সাব্বির লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। একটি ভালো পারফরম্যান্স সব সময়ই ভালো; সেটা যেখানেই হোক না কেন। দয়া করে আমাকে আপনার দোয়ায় রাখবেন।’

সাব্বির রহমান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম