Logo
Logo
×

খেলা

রিশাদের সেই বক্তব্যের পাল্টা শোনালেন কারান

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১২:২৬ পিএম

রিশাদের সেই বক্তব্যের পাল্টা শোনালেন কারান

কারানকে নিয়ে মন্তব্য করেছিলেন রিশাদ— সংগৃহীত ছবি

ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে মাঝপথেই পিএসএল ছেড়ে দেশে ফিরেন রিশাদ হোসেন। পাকিস্তান থেকে দুবাই হয়ে বাংলাদেশে আসার আগে টাইগার লেগি শুনিয়েছিলেন সেখানকার পরিস্থিতির কথা। রিশাদের দাবি, ‘বিমান বন্ধ’ শুনে কান্না করে দিয়েছিলেন টম কারান। ইংলিশ ক্রিকেটার অবশ্য কসম খেয়ে বলছেন, বিয়ষটি এমন ছিল না।

পিএসএল খেলতে পাকিস্তান থাকা স্যাম বিলিংস, ড্যারিল মিচেল, কুশল পেরেরা, ডেভিড ভিসা, টম কারান…সবাই ভয় পেয়ে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন রিশাদ। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে তিনি বলেছিলেন, ‘দুবাইয়ে নামার পর মিচেল বললেন, তিনি আর কখনও পাকিস্তানে যাবেন না, বিশেষ করে এমন পরিস্থিতিতে।’ টম কারান নাকি বাচ্চাদের মতো কাঁদছিলেন।

ওই বক্তব্যের পর রিশাদকে নিয়ে সমালোচনা হয়। রিশাদ দাবি করেন, বিদেশিদের নিয়ে তার করা কিছু বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছেন। এবার সেই ‘কান্না করার’ দাবির পাল্টা ইন্সটাগ্রামে শুনিয়েছেন কারান।

আরও পড়ুন

স্টোরিতে ইংলিশ তারকা পাকিস্তান আর্মির মাঝে দাড়ানো একটি ছবি ছেড়েছেন, সেখানে তিনি লিখেছেন, ‘সব কিছু আবার শুরু হতে দেখে ভালো লাগছে। আমি প্রার্থনা করি দুদেশের মাঝে শান্তি ফিরে আসুক। ভালো কথা, আমি মোটেই কান্নাকাটি করিনি। তবে কেঁদে ফেলতে পারতাম।’

রিশাদ কিংবা কারান, দুজনের কেউই বাকি অংশ খেলতে পাকিস্তান যায়নি। নতুন সূচিতে পিএসএল এখন শেষের পথে। জানা গেছে, ইংল্যান্ডেই আছেন কারান। রিশাদ আছেন সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশ দলের সঙ্গে।

রিশাদ হোসেন টম কারান পিএসএল বাংলাদেশ দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম