প্লে অফ নিশ্চিত তিন দলের, চতুর্থ হওয়ার দৌড়ে কে এগিয়ে?
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৯ মে ২০২৫, ০৪:৩৭ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলমান ১৮তম আসরে ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। চতুর্থ দল হিসেবে প্লে অফের দৌড়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস।
চলতি আইপিএলে প্রথম দল হিসেবে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে শুভমান গিলের নেতৃত্বাধীন দলটি। ১২ ম্যাচে ১৭ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস।
চতুর্থ হওয়ার দৌড়ে এগিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালস। এই মুহূর্তে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট মুম্বাইয়ের। শেষ দুই ম্যাচে জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৮। সে ক্ষেত্রে সহজেই কোয়ালিফাই করে যাবে মুম্বাই। তাদের ম্যাচ বাকি দিল্লি ও পাঞ্জাবের বিরুদ্ধে।
আর দিল্লি ক্যাপিটালস ১২ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে এখন পাঁচে আছে। শেষ দুই ম্যাচে তাদের খেলতে হবে মুম্বাই ও পাঞ্জাবের বিরুদ্ধে। দুই ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১৭। একটা ম্যাচ হারলেই ছিটকে যেতে পারে।
প্লে-অফে যাওয়ার সুযোগ আছে লখনৌয়েরও। এই মুহূর্তে ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে আছে লখনৌ। শেষ তিন ম্যাচে জিতলে তাদের পয়েন্ট দাঁড়াবে ১৬। হায়দরাবাদ, গুজরাট ও বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ বাকি ঋষভ পন্থদের। তবে শুধু জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফল এবং রানরেটের দিকেও।
