Logo
Logo
×

খেলা

অভিষেকের তাণ্ডবে প্লে-অফের আশা শেষ লক্ষ্ণৌর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৫, ০১:৩৬ এএম

অভিষেকের তাণ্ডবে প্লে-অফের আশা শেষ লক্ষ্ণৌর

ঝোড়ো ফিফটি করেন অভিষেক শর্মা/ক্রিকইনফো

লক্ষ্যটা ছিল ২০৬ রানের। তবে অভিষেক শর্মার ঝড়ো ইনিংসে ভর করে সানরাইজার্স হায়দরাবাদের জন্য তা সহজ হয়ে গেল অনেকটাই। ১০ বল হাতে রেখে ছয় উইকেটে দলটা হারিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসকে। এই হারের ফলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গেল লক্ষ্ণৌ।

২০ বলে ৫৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেন বাঁহাতি ওপেনার অভিষেক, যার ইনিংসে ছিল চারটি চার ও ছয়টি ছয়। আঠারো বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ওপেনিং পার্টনার অথর্ব তাইড়েকে হারানোর পরেই শুরু হয় তার তাণ্ডব। তাইড়ে ছিলেন উইল ও’রোর্কের প্রথম শিকার, যিনি এ দিনই প্রথম আইপিএলে মাঠে নামেন। 

অভিষেক ইনিংসের অষ্টম ওভারে দিগ্বেশ রাঠির বলে আউট হন। এরপর ইশান কিশান ৩৫ রান করে আউট হলেও হাইনরিখ ক্লাসেন ও কামিন্দু মেন্ডিস জুটি বেঁধে হায়দরাবাদের জয়ের ভিত গড়ে দেন। দুজনে মিলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন চতুর্থ উইকেটে। মেন্ডিস পরে পায়ের চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হন ৩২ রানে। শেষ দিকে নীতিশ রেড্ডি ও অনিকেত ভার্মা নিশ্চিত করেন হায়দরাবাদের জয়।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে লক্ষ্ণৌ ২০৫-৭ রান তোলে। ওপেনার মিচেল মার্শ ও এইডেন মারকরাম গড়েন ১১৫ রানের উদ্বোধনী জুটি। মার্শ ছয়টি চার ও চারটি ছয়ে ৬৫ রান করেন, আর মারকরামের ব্যাট থেকে আসে ৬১ রান। শেষ দিকে নিকোলাস পুরান ২৬ বলে ৪৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন। বল হাতে হায়দরাবাদের হয়ে ঈশান মালিঙ্গা ২৮ রানে ২ উইকেট নিয়ে সবচেয়ে সফল ছিলেন।

সানরাইজার্সের প্লে অফের আশা আগেই শেষ হয়ে গেছে। এবার তাদের এই জয়ে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের টুর্নামেন্টও শেষ হয়ে গেল। এর আগে গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। শেষ একটি স্থান নিয়ে এখন লড়াই মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে।

আইপিএল অভিষেক শর্মা সানরাইজার্স হায়দরাবাদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম