আমিরাত আগে কখনও টি-টোয়েন্টিতে বাংলাদেশকে হারাতে পারেনি, উচ্ছ্বাসটা তাই বাঁধভাঙা— ছবি: আমিরাত ক্রিকেট
|
ফলো করুন |
|
|---|---|
ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন লিটন দাস। সংযুক্ত আরব আমিরাতের কাছে ধরাশায়ী হওয়ার কারণ খুঁজে পেয়েছেন, সেসব শুধরানোর প্রত্যয়ও শুনিয়েছেন। বাংলাদেশের অধিনায়ক যখন কারণ দর্শানোতে ব্যস্ত, তখন হুঙ্কার ছুঁড়ে রেখেছেন মোহাম্মদ ওয়াসিম। আমিরাতের অধিনায়কের চোখ এখন ট্রফিতে।
সোমবার আমিরাত এমন কিছু করেছে, যা আগে কখনও তারা করতে পারেনি। টেস্ট খেলুড়ে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। তাও দুইশ ছাড়ানো লক্ষ্যে। এমন জয়ে বাধভাঙা উচ্ছ্বাস তো থাকারই কথা, আমিরাতও মেতেছে উল্লাসে। তবে কিছুটা উদযাপন রেখে দিতে চান ওয়াসিম। আগামীকাল একই মাঠে একই সময়ে হওয়া ম্যাচে অভিন্ন ফল রাখতে চান স্বাগতিক অধিনায়ক।
আমাদের শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব (শেষ ম্যাচে)। আশা করি ২-১ ব্যবধানে জিতব (সিরিজ)।মোহাম্মদ ওয়াসিম, আমিরাত অধিনায়ক
তিন ম্যাচের টি-টোয়েন্টিতে প্রথমটিতে লড়েছিল আমিরাত। কিন্তু রানতাড়ায় সেদিন পারেনি। গতকাল ভুল করেনি। শুরু থেকে দাপট দেখানো ওয়াসিমরা ২ উইকেট হাতে রেখেই গড়েছে ইতিহাস। লিটন ব্রিগেডকে মাটিতে নামানোর পর উচ্ছ্বাস জানিয়েছেন আমিরাত অধিনায়ক, ‘কিছু বলার ভাষা নেই। বাংলাদেশকে হারাতে পেরে খুবই খুশি। পারফরম্যান্সে খুব আনন্দিত।’

তিন ম্যাচের সিরিজ আপাতত ১-১ সমতায়
দুটি টি-টোয়েন্টির সিরিজে দুই বোর্ডের আলোচনায় যোগ হয়েছে আরেকটি ম্যাচ। সিরিজ ফয়সালার হয়ে দাড়িয়েছে ওই বর্ধিত ম্যাচটি। ১-১ ব্যবধানে থাকা সিরিজে শেষ ম্যাচটি পূর্ণ শক্তি দিয়েই লড়তে চান ওয়াসিম। বাংলাদেশকে প্রথমবার হারানোর পর ট্রফি ঘরে রেখে দেওয়ার হুঙ্কারও ছুড়েছেন আমিরাতের অধিনায়ক, ‘আমাদের শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ব (শেষ ম্যাচে)। আশা করি ২-১ ব্যবধানে জিতব (সিরিজ)।’
আরও পড়ুন
টি-টোয়েন্টি বলেই লিটন সমীহ করছিলেন। দেশ থেকে যাওয়ার পর কিংবা আমিরাতে পৌঁছানোর পর সতর্কও করেছিলেন। কিন্তু হারটা এসেছে দলীয় ব্যর্থতার কারণে। কিন্তু এমন হারের দিনেও লড়ার শিক্ষা পেয়েছেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক, ‘যখন আপনি এমন ধরণের মাঠে খেলবেন যেটা ছোট এবং শিশিরের প্রভাব থাকবে, তখন (বোলিংয়ে) আপনাকে হিসেব কষে এবং পরিকল্পনা করে এগোতে হবে। ক্রিকেটে ভালো দিন, খারাপ দিন থাকবে। আমরা আলোচনা করব এবং ঘুরে দাঁড়াব।’
সিরিজের শেষ ম্যাচটি আগামীকাল বুধবার বসবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। কুড়ি কুড়ির লড়াই শুরু হবে রাত ৯টায়। তিন ম্যাচের সিরিজ আপাতত সমতায়।
