Logo
Logo
×

খেলা

‘সাকিব ভাইয়ের সঙ্গে একই দলে খেলব, খুবই ভালো লাগছে’

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৮:৪৮ পিএম

‘সাকিব ভাইয়ের সঙ্গে একই দলে খেলব, খুবই ভালো লাগছে’

সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ

প্রথমবারের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার জন্য ডাক পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাকে সিকান্দার রাজার বদলি হিসেবে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দার্স। এর কয়েকদিন বাংলাদেশের আরেক অলরাউন্ডার সাকিব আল হাসানকেও দলে টানে লাহোর।

পিএসএলে সাকিবের সঙ্গে একই দলে খেলার ব্যাপারে উচ্ছ্বসিত মিরাজ। মঙ্গলবার (২০ মে) পিএসএল খেলতে দেশ ছাড়ার আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপে এই অলরাউন্ডার বলেন, ‘অবশ্যই ভালো লাগছে, সাকিব ভাইয়ের সঙ্গে (সর্বশেষ) খেলেছিলাম ভারতে। তারপর আর খেলা হয়নি, দেখাও হয়নি। একই দলে খেলব, খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে পিএসএলের মতো এমন একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছি।’

পিএসএলে খেলার জন্য মিরাজকে ২২ মে থেকে ২৫ মে পর্যন্ত অনাপত্তিপত্র বা এনওসি পেয়েছেন মিরাজ। গতকাল (সোমবার) দুপুরে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

এদিকে আজ (মঙ্গলবার) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে মিরাজকে দলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে লাহোর কালান্দার্স। তারা লিখেছে, ‘মেহেদী হাসান মিরাজ এখন থেকে একজন কালান্দার! বাংলাদেশি তারকা অলরাউন্ডার আগামীকাল দলের সঙ্গে যোগ দেবেন। তিনি দলে এসেছেন সিকান্দার রাজার জায়গায়। মেহেদী, তোমাকে পেয়ে আমরা দারুণ খুশি!’

পিএসএল মেহেদী হাসান মিরাজ সাকিব আল হাসান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম