Logo
Logo
×

খেলা

হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৫, ০৯:৩৩ পিএম

হঠাৎ বদলে গেল আইপিএল ফাইনালের ভেন্যু

ছবি: সংগৃহীত

এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনসে। তবে বৈরী আবহাওয়ার কারণে ফাইনালের ভেন্যু বদলে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এখন আর কলকাতায় নয়, আগামী ৩ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবারের আইপিএল ফাইনাল।

এছাড়া ১ জুন প্লে-অফ পর্বের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিও একই মাঠে অনুষ্ঠিত হবে। আর ২৯ মে প্রথম কোয়ালিফায়ার এবং ৩০ মে এলিমিনেটর অনুষ্ঠিত হবে মুল্যানপুরের নিউ পিসিএ স্টেডিয়ামে।

এছাড়া লিগ পর্বের শেষ ম্যাচের ভেন্যুও বদলে গেছে। আগামী ২৭ মে ঘরের মাঠে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। তবে ম্যাচটি এখন একই দিনে লক্ষ্ণৌতে অনুষ্ঠিত হবে।

এছাড়া বৃষ্টির প্রভাবের কথা মাথায় রেখে প্লেয়িং কন্ডিশনেও পরিবর্তন আনা হয়েছে। আগের নিয়ম অনুযায়ী, বৃষ্টির কারণে খেলা নির্ধারিত সময়ে শুরু না হলে পুরো ২০ ওভারের ম্যাচের জন্য এক ঘন্টা অপেক্ষার সুযোগ ছিল। এখন সেটি বাড়িয়ে করা হয়েছে দুই ঘন্টা।

আজ (মঙ্গলবার) থেকে প্রাথমিক পর্বের বাকি ৯ ম্যাচে কার্যকর হবে এই নিয়ম। প্লে-অফের জন্য এই নিয়ম ছিল আগে থেকেই।

আইপিএল

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম