Logo
Logo
×

খেলা

জানা গেল বাংলাদেশ-পাকিস্তান সিরিজের বদলে যাওয়া সূচি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৫, ১০:১০ এএম

জানা গেল বাংলাদেশ-পাকিস্তান সিরিজের বদলে যাওয়া সূচি

তিন টি-টোয়েন্টির দল জানিয়েছে পিসিবি— সংগৃহীত ছবি

দুটি ভেন্যুতে পাঁচটি টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের সম্মতিতে সেটি কমে গেছে তিন ম্যাচে। ভেন্যুও বাদ পড়েছে একটি। পিসিবি আজ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তিন ম্যাচের সূচি।

বুধবার সিরিজ সামনে রেখে ১৬ সদস্যের দল দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আরেক বিবৃতিতে তিন টি-টোয়েন্টি সিরিজের সূচি জানায় তারা। ২৮ তারিখ থেকে শুরু হবে কুড়ি কুড়ির সিরিজ। দুবাইয়ে আজ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি খেলেই পাকিস্তানের বিমান ধরবেন লিটন দাসের দল।

  •  ২৮ তারিখ থেকে শুরু হবে কুড়ি কুড়ির সিরিজ।

পরিবর্তিত সিরিজে ২৮ তারিখে প্রথম টি-টোয়েন্টি। সালমান আলী আগাদের বিপক্ষে লিটন ব্রিগেডের পরের দুটি ম্যাচ ৩০ মে ও ১ জুন। সবগুলো ম্যাচের ভেন্যু লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। খেলা শুরু হবে স্থানীয় সময় রাত ৮টায়। ঈদের আগে সিরিজ শেষ করার তাড়া ছিল দুই বোর্ডের। তাই কমে এসেছে ম্যাচ।

ভারত-পাকিস্তান সংঘাতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত ছিল এক সপ্তাহ। এর প্রভাব পড়েছে বাংলাদেশের পাকিস্তান সফরে। সূচি অনুযায়ী, ২৫ মে শুরুর কথা ছিল সিরিজ। পরিবর্তিত পরিস্থিতিতে এখন সেদিন হবে পিএসএলের ফাইনাল। তাই পিছিয়ে গেল বাংলাদেশ-পাকিস্তানের কুড়ি কুড়ির কাঙ্ক্ষিত সিরিজটি।

পাকিস্তান দল

সালমান আলী আগা (অধিনায়ক), সাদাব খান (সহ-অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান আলী,, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান এবং সাইম আইয়ুব।

বাংলাদেশ দল

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, শামীম পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

বাংলাদেশ দল বাংলাদেশ-পাকিস্তান সিরিজ লিটন দাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম