সাকিব-মিরাজরা পিএসএল প্লে অফে কাদের বিপক্ষে খেলবেন?
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ২১ মে ২০২৫, ১১:৩৯ এএম
সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ/ ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
পাকিস্তান সুপার লিগের শেষ প্রান্তে এসে সেখানে দল পেয়েছেন বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। তারা খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে।
অধিনায়ক শাহিন আফ্রিদির অধীনে দলটা ইতোমধ্যেই প্লে অফ নিশ্চিত করে ফেলেছে। শেষ চারের অন্য তিন দলও নিশ্চিত হয়ে গেছে ইতোমধ্যেই, ফলে দলগুলো জেনে গেছে নিজেদের প্রতিপক্ষ হবে কারা।
এবারের মৌসুমে লাহোর কালান্দার্সের হয়ে খেলেছেন রিশাদ হোসেনও। যদিও তিনি এখন ব্যস্ত বাংলাদেশ দলের হয়ে আমিরাত সিরিজে। তিনি না খেললেও দলটিতে শেষ দিকে এসে যোগ দিয়েছেন সাকিব আর মিরাজ। ফলে দলটার সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের যোগটা রয়ে গেছে এখনও।
সাকিব অনেক দিন দেশে নেই। তিনি আমিরাত থেকে সরাসরি পাকিস্তানে গেছেন ম্যাচটা খেলতে। এদিকে গত মঙ্গলবার মিরাজও নানা নাটকীয়তা শেষে দেশ ছেড়েছেন পিএসএলের উদ্দেশে। যাওয়ার আগে সাকিবের সঙ্গে খেলা নিয়ে আনন্দও প্রকাশ করেছেন তিনি।
বলেছেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে (সর্বশেষ) খেলেছিলাম ভারতে। তারপর আর খেলা হয়নি, দেখাও হয়নি। একই দলে খেলব, খুবই ভালো লাগছে। সত্যি কথা বলতে পিএসএলের মতো এমন একটা টুর্নামেন্টে খেলতে যাচ্ছি, ভালো লাগছে।’
সেই দলটা প্লে অফের লড়াইয়ে খেলবে করাচি কিংসের বিপক্ষে। এই দলে আছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। তবে করাচি কিংসের সঙ্গেও বাংলাদেশ ক্রিকেটের একটা সংযোগ আছে। এই দলে খেলার কথা ছিল লিটন দাসের। তিনি সেখানে গিয়েওছিলেন। যদিও চোটের কারণে অভিষেকের আগেই বিদায় নিতে হয়েছে তাকে।
দুই দল যথাক্রমে পিএসএল পয়েন্ট তালিকার তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে এসেছে প্লে অফে। ফলে তাদের লড়াইটা হবে এলিমিনেটর। অর্থাৎ হেরে গেলেই বিদায় নিতে হবে তাদের। তবে জিতলেও প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দলের বিপক্ষে খেলে তবেই ফাইনালে যেতে হবে এলিমিনেটরে খেলা দলকে। আগামীকাল বৃহস্পতিবার এই ম্যাচে মাঠে নামবে দুই দল।
এছাড়া আজ পাকিস্তান সুপার লিগের প্রথম কোয়ালিফায়ার মাঠে গড়াবে। এই ম্যাচের দুই দল হচ্ছে ইসলামাবাদ ইউনাইটেড আর কোয়েটা গ্লাডিয়েটর্স। এই ম্যাচের জয়ী দল আজই ফাইনালে পা রাখবে। তবে হেরে গেলেও সম্ভাবনা শেষ হয়ে যাচ্ছে না দলের। আজ হারলে দলটার আরেকটা সুযোগ থাকবে দ্বিতীয় কোয়ালিফায়ার থেকে ফাইনালে যাওয়ার। প্লে অফের সবকটা ম্যাচ মাঠে গড়াবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।


-682456b66e238.jpg)
