Logo
Logo
×

খেলা

অঘোষিত ফাইনালে জিতবে কারা, সমীকরণ কী বলছে?

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০৫:৪২ পিএম

অঘোষিত ফাইনালে জিতবে কারা, সমীকরণ কী বলছে?

রাতেই মাঠে নামছে বাংলাদেশ বনাম আরব আমিরাত। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি দুই দলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। 

ইতোমধ্যে দুই দল একটি করে ম্যাচ জিতে সমানে সমান। গত শনিবার সিরিজের প্রথম ম্যাচে পারভেজ হোসেন ইমনের সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ১৯১ রান করে ২৭ রানে জয় পায় বাংলাদেশ।

গত সোমবার সিরিজের দ্বিতীয় ম্যাচে রেকর্ড ২০৫ রান করেও শ্বাসরুদ্ধকর ম্যাচে হেরে যায় টাইগাররা। আজকের ম্যাচটি তাই উভয় দলের জন্যই গুরুত্বপূর্ণ। এই ম্যাচে যারা জিতবে তারা সিরিজ নিশ্চিত করার সুযোগ পাবে। 

অঘোষিত ফাইনাল ম্যাচটি আরব আমিরাতের শারজা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আগের দুই ম্যাচও শারজাতেই হয়েছে। 

শেষ ম্যাচে উভয় দল সিরিজ নিশ্চিতে নিজেদের সেরা একাদশ মাঠে নামাতে চেষ্টা করবে।

তবে সমীকরণে আরব আমিরাতে চেয়ে যোজন যোজন ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশ টেস্ট খেলুড়ে দল। টেস্ট খেলার মর্যাদা এখনো পায়নি বিভিন্ন দেশের খেলোয়াড় নিয়ে জোড়াতালি দিয়ে চলা আমিরাত।

পরিসংখ্যাণেও এগিয়ে বাংলাদেশ। দুই দল অতীতে টি-টোয়েন্টির সংক্ষিপ্ত ফরম্যাটে ৫ ম্যাচে অংশ নেয়। অতীতের সেই সাক্ষাতে বাংলাদেশ জিতেছে ৩ ম্যাচে। আর একটিতে জয় পেয়েছে আমিরাত।   

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামিম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, তানভির ইসলাম, নাহিদ রানা ও শরিফুল ইসলাম।

আরব আমিরাতের সম্ভাব্য একাদশ: মোহাম্মদ ওয়াসিম, আর্যাংশ শর্মা, আলিশান শরাফু, রাহুল চোপড়া, আসিফ খান, ধ্রুব পরাশ, সাগর খান, মুহাম্মদ জুহাইব, মতিউল্লাহ খান, হায়দার আলী ও মুহাম্মদ জাওয়াদুল্লাহ।  

বাংলাদেশ আরব আমিরাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম