গেল আসরে চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স/ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
২০২৫ সালের গায়ানা গ্লোবাল সুপার লিগের (জিএসএল) সূচি প্রকাশিত হয়েছে। গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স এই টুর্নামেন্টে এবার শিরোপা ধরে রাখার মিশনে নামছে।
১০ থেকে ১৮ জুলাই পর্যন্ত টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্সে অবস্থিত গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে। অংশ নিচ্ছে বিশ্বের পাঁচটি শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শীর্ষ দল হিসেবে আমন্ত্রণ পেয়ে রংপুর অংশ নিচ্ছে এই প্রতিযোগিতায়। গত আসরে দুর্দান্ত পারফর্ম করে শিরোপা জয় করেছিল তারা। এবারও একই ধারাবাহিকতা ধরে রাখতে চায় দলটি। তাদের প্রতিপক্ষ হবে নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউএই ও ক্যারিবিয়ান অঞ্চলের চ্যাম্পিয়ন দলগুলো।
রংপুর তাদের অভিযান শুরু করবে ১০ জুলাই। প্রথম ম্যাচেই তারা মাঠে নামবে স্বাগতিক গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে।
১৩ জুলাই হোবার্ট হারিকেনসের বিপক্ষে খেলবে তারা। এরপর ১৬ জুলাই প্রতিপক্ষ হবে দুবাই ক্যাপিটালস। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা মুখোমুখি হবে সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে, ১৭ জুলাই।
টুর্নামেন্টের পুরস্কার মূল্য ১০ লাখ মার্কিন ডলার। জিএসএলের শিরোপা জয়ের জন্য রংপুর রাইডার্স আবার মাঠে নামছে। দলে থাকবে দেশি-বিদেশি তারকার মিশেল। তবে শিরোপা ধরে রাখা সহজ হবে না।
রাউন্ড-রবিন পর্ব শেষে সেরা দুই দল খেলবে ফাইনালে। ফাইনাল হবে ১৮ জুলাই রাতে, গায়ানার আলো ঝলমলে মাঠে।
একনজরে রংপুর রাইডার্সের ম্যাচ সূচি:
১০ জুলাই: গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
১৩ জুলাই: হোবার্ট হ্যারিকেন
১৬ জুলাই: দুবাই ক্যাপিটালস
১৭ জুলাই: সেন্ট্রাল স্ট্যাগস
