ইউরোপার মঞ্চে পদক পাননি ৩ টটেনহ্যাম ফুটবলার, ক্ষমা চাইল উয়েফা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৩:১৭ পিএম
ইউরোপার শিরোপা হাতে পেলেও পদকটা মঞ্চে পাননি টটেনহ্যাম অধিনায়ক সন/সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
১৭ বছর পর প্রথম বড় শিরোপা জিতে ইতিহাস গড়েছে টটেনহ্যাম হটস্পার। তবে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারানোর পর ট্রফি উদযাপনে একটি ছোট ভুল বড় বিব্রতকর পরিস্থিতি তৈরি করে ফেলে।
বুধবার রাতে স্পেনের বিলবাওয়ে শিরোপা জয়ের পর ট্রফি বিতরণ অনুষ্ঠানে দেখা যায়, টটেনহ্যামের তিন খেলোয়াড় মঞ্চে পদক পাননি। তারা হলেন ক্রিশ্চিয়ান রোমেরো, দলের অধিনায়ক সন হিউং-মিন এবং রদ্রিগো বেনতানকুর। তিনজনই শেষ দিকে ইউরোপীয় ফুটবল সংস্থার সভাপতি আলেকজান্ডার সেফেরিনের কাছ থেকে শুভেচ্ছা গ্রহণ করেন, কিন্তু তাদের গলায় পদক পরানো হয়নি।
অন্যদিকে, ইনজুরিতে থাকা জেমস ম্যাডিসন ও টিমো ভের্নার পুরো কিট পরে মঞ্চে আসেন এবং পদক পান। এমনকি ক্রাচে ভর দিয়ে থাকা দেয়ান কুলুসেভস্কিও পদক পান এবং দলের সঙ্গে উদযাপনে অংশ নেন।
এই ঘটনার পর উয়েফা একটি বিবৃতি দেয়। সেখানে বলা হয়, ‘আমাদের গভীর দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, মঞ্চে আমরা পর্যাপ্ত সংখ্যক পদক প্রস্তুত রাখতে পারিনি। খেলোয়াড়দের সংখ্যা নিয়ে অনাকাঙ্ক্ষিত ভুলের কারণে এই সমস্যা হয়েছে। ইনজুরিতে থাকা অনেক খেলোয়াড়ও মঞ্চে এসে পদক নিয়েছেন, যাদের আগেই হিসেব করা হয়নি। যেসব খেলোয়াড় মঞ্চে পদক পাননি, তাদের জন্য ড্রেসিংরুমে পদক পাঠানো হয়েছে এবং আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
উয়েফা আরও জানায়, ক্লাবগুলোকে আগে থেকেই জানানো হয়েছিল যে মঞ্চে ৩০টি পদক দেওয়া হবে এবং পরে আরও ২০টি পদক খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে বিতরণ করা হবে। তবে মঞ্চে থাকা আটজন ম্যাচ অফিসিয়ালও পদক পাওয়ায় পরিস্থিতি আরও অস্বস্তিকর হয়ে ওঠে।
শিরোপা জয়ের পর শুক্রবার সন্ধ্যায় টটেনহ্যাম ক্লাব উত্তর লন্ডনে একটি ওপেন বাস প্যারেডের আয়োজন করেছে। স্থানীয় সময় ৫টা ৩০ মিনিটে শুরু হবে উদযাপন, যা এডমন্টন গ্রিন থেকে শুরু হয়ে হাই রোড ধরে টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম পর্যন্ত যাবে। শেষে স্টেডিয়ামের বাইরে প্যাক্সটন টেরেসে তৈরি মঞ্চে ট্রফি প্রদর্শন করবেন খেলোয়াড়েরা।
এ উদযাপন চলবে এক থেকে দেড় ঘণ্টা। বহুদিন পর অর্জিত এই সাফল্য ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে টটেনহ্যাম সমর্থকদের মাঝে।
