Logo
Logo
×

খেলা

হামজা-শমিত বাংলাদেশে আসছেন কবে, যা জানা গেল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৯:৫১ এএম

হামজা-শমিত বাংলাদেশে আসছেন কবে, যা জানা গেল

হামজা চৌধুরী ও শমিত সোম/ফাইল ছবি

প্রবাসীদের ছোঁয়ায় জেগে উঠেছে বাংলাদেশের ফুটবল। এক হামজা চৌধুরীর আগমনে লাল-সবুজের ফুটবলে লেগেছে প্রাণের ছোঁয়া। তার দেখাদেখি শমিত সোমও নাম লেখিয়েছেন বাংলাদেশ দলে। এছাড়াও কাজ চলছে আরও বিদেশি খেলোয়াড় দলে আনার।

ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার হামজার ইতোমধ্যে অভিষেক হয়েছে বাংলাদেশের হয়ে। অভিষেকের অপেক্ষায় কানাডা প্রবাসী শমিত সোম এবং ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলাম। বলা যায়, বাংলাদেশের ফুটবলে এখন বসন্ত-বিলাস। 

আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভুটানের বিপক্ষে আগামী ৪ জুন একটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগে ৩ জুনের মধ্যে হামজা ও শমিত ঢাকায় আসতে পারেন। 

দলের অনুশীলন শুরু হয়ে যাবে তারও আগে। ৩১ মে শুরু হবে জাতীয় ফুটবল দলের ক্যাম্প। সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশ দল দশদিন অনুশীলনের জন্য সুযোগ পাবে। 

আগামী ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ বাংলাদেশের জন্য উৎসবের মঞ্চ হতে যাচ্ছে। এই ম্যাচে হামজার সঙ্গে শমিত ও ফাহামেদুলের লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নামা বাংলাদেশের ফুটবলকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। 

হামজা এই প্রথম ঘরের মাঠে নামবেন লাল-সবুজ হার্সি গায়ে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এই ম্যাচটিকে নিছক একটি ম্যাচ হিসাবে দেখছে না। লাল-সবুজের ফুটবলের জন্য উৎসবের এই দিনটিকে বরণের জন্য সাজ সাজ রব বাফুফেতে। 

এই ম্যাচের টিকিট আজ থেকে বিক্রি শুরু হবে অনলাইনে। ৪০০ থেকে পাঁচ হাজার টাকায় টিকিট কেনা যাবে। বাফুফে ওইদিন দর্শকদের চমক দিতে চায়।

হামজা চৌধুরী শমিত সোম বাংলাদেশ ফুটবল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম