Logo
Logo
×

খেলা

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল শুরু সোমবার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৪:৫৭ পিএম

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল শুরু সোমবার

ছবি: সংগৃহীত

কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল ২০২৫- এর ড্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে এক অনুষ্ঠানে উন্মোচন হয়েছে টুর্নামেন্টের জার্সি ও ট্রফির। আগামী সোমবার (২৬ মে) দেশের খ্যাতনামা ৩২টি মিডিয়া হাউজ নিয়ে কুল–বিএসজেএ মিডিয়া কাপ শুরু হবে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজের হেড অব মার্কেটিং ড. জেসমিন জামান, সাবেক জাতীয় ফুটবলার ও মোহামেডানের হেড কোচ আলফাজ আহমেদ, বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএসজেএর সহ সভাপতি ও টুর্নামেন্ট কমিটির আহ্বয়াক রায়হান আল মুঘনি, যুগ্ম আহ্বয়াক রবিউল ইসলাম ও সদস্য সচিব ইয়াসিন হাসান।

সংবাদ সম্মেলনের শুরুতে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান আহ্বয়াক রায়হান আল মুঘনি। এরপর স্বাগত বক্তব্যে টুর্নামেন্টে যেকোনো চোট এড়িয়ে সবাইকে সচেতন থেকে খেলার আহ্বান জানান বিএসজেএর সাধারণ সম্পাদক এস এম সুমন।

সাবেক জাতীয় ফুটবলার আলফাজ আহমেদ বলেছেন, ‘সাংবাদিকদের সঙ্গে আমাদের একটা আন্তরিকতা আছে। তাদের সবার সঙ্গে চেনা জানা। ফুটবল খুব কঠিন খেলা। সাংবাদিকদের খেলতে দেখলে ভালোই লাগে।’

সমাপনী বক্তব্যে বিএসজেএর সভাপতি আরিফুর রহমান বাবু বলেছেন, ‘সাংবাদিকদের মধ্যে যারা সারা বছর কর্মব্যস্ত থাকেন, এই টুর্নামেন্ট তাদের খেলার জন্য দারুণ একটা সুযোগ।’

৩২টি দলকে আটটি গ্রুপে ভাগ করে নক আউট পদ্ধতিতে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। দেশের অন্যতম শীর্ষ জাতীয় দৈনিক যুগান্তর টুর্নামেন্টে ‘সি’ গ্রুপে রয়েছে। গ্রুপে যুগান্তরের প্রতিপক্ষ বাংলানিউজ২৪, আরটিভি এবং মানবজমিন।

কোন গ্রুপে কে

‘এ’ গ্রুপ— বৈশাখী টিভি, রাইজিংবিডি, এটিএন বাংলা, এসএ টিভি

‘বি’ গ্রুপ— মাছরাঙা, জাগোনিউজ, চ্যানেল২৪, প্রথম আলো

‘সি’ গ্রুপ— যুগান্তর, বাংলানিউজ২৪, আরটিভি, মানবজমিন

‘ডি’ গ্রুপ’— কালবেলা, বাংলাদেশ প্রতিদিন, একাত্তর টিভি, নিউজ২৪

‘ই’ গ্রুপ— ঢাকা ট্রিবিউন, ঢাকাপোস্ট, ডেইলি স্টার, এটিএন নিউজ

‘এফ’ গ্রুপ— একাত্তর টিভি, ইনকিলাব, বিটিভি, দেশ টিভি

‘জি’ গ্রুপ— দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ, বাংলাভিশন, নয়া দিগন্ত

‘এইচ’ গ্রুপ— চ্যানেল আই, সমকাল, সময় টিভি, ইত্তেফাক

কুল–বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম