Logo
Logo
×

খেলা

আইপিএলে দুইশর নতুন কীর্তি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৬:১৫ পিএম

আইপিএলে দুইশর নতুন কীর্তি

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রান-উৎসব। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও (আইপিএল) তার ব্যতিক্রম নয়। ফি-বছর রান তোলায় এই টুর্নামেন্টে নতুন নতুন রেকর্ড দেখা যায়। এবার যেমন আইপিএলে দেখা মিলল দলীয় ২০০ রানের এক অবিশ্বাস্য এক রেকর্ডের।

আইপিএলে সবশেষ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২৩১ রানের পাহাড় গড়ে সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আইপিএলে এই নিয়ে ৪২ বারের মতো ২০০ বা তার বেশি রানের দলীয় সংগ্রহের দেখা মিলেছে। আইপিএলের ইতিহাসে এক মৌসুমে এর চেয়ে বেশিবার দলীয় ইনিংসে ২০০ রান এর আগে দেখা যায়নি।

এই রেকর্ড যে অর্ধশতকের মাইলফলক ছাড়িয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আইপিএলের চলতি মৌসুম এখনো শেষ হয়নি। এখনো ম্যাচ বাকি ৯টি।

এর আগে গত মৌসুমে দলীয় ২০০ রানের কোটায় দলগুলো পৌঁছেছিল ৪১ বার। এত দিন সেটিই ছিল রেকর্ড। ২০২৩ সালে দলীয় ২০০ রান দেখা গেছে ৩৭ বার আর ২০২২ সালে ১৮ বার।

আইপিএলে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৭ বার ২০০ বা তার বেশি রান তুলেছে গুজরাট টাইটানস। পাঞ্জাব কিংস তুলেছে ৬ ইনিংসে। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্যালস ৫ বার ২০০ রান তুলেছে।

প্রসঙ্গত, চলতি আইপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট টাইটান্স, পাঞ্জাব কিংস, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং মুম্বাই ইন্ডিয়ান্স। আগামী ২৯ মে থেকে শুরু হবে প্লে-অফ পর্বের খেলা। ৩ জুন আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল।

আইপিএল

ঘটনাপ্রবাহ: আইপিএল- ২০২৫


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম