Logo
Logo
×

খেলা

সেই আলোনসোই রিয়ালের নতুন কোচ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৪:২৮ পিএম

সেই আলোনসোই রিয়ালের নতুন কোচ

জাবি আলোনসো

ডাগআউটে কার্লো আনচেলত্তির উত্তরসূরি হিসেবে জাবি আলোনসোর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে রিয়াল মাদ্রিদ। রোববার (২৫ মে) দুপুরে সামাজিক মাধ্যমে নতুন কোচ আলোনসোর সঙ্গে ভক্তদের পরিচয় করিয়ে দেওয়া হয়। ২০২৮ পর্যন্ত চুক্তিতে বায়ার লেভারকুজেন থেকে রিয়ালে নাম লিখিয়েছেন এই স্পানিয়ার্ড।

খেলোয়াড় এবং কোচ দুই ভূমিকাতেই এর আগে রিয়াল মাদ্রিদে কাজ করেছেন জাবি আলোনসো। এর মধ্যে খেলোয়াড়ি জীবনে রিয়াল মাদ্রিদের কিংবদন্তিতুল্য এই ফুটবলার ক্লাবটির হয়ে ২০০৯ থেকে ২০১৪ সালের মধ্যে ২৩৬টি ম্যাচ খেলেছেন। এই সময়ে একটি করে চ্যাম্পিয়ন্স লিগ, উয়েফা সুপার কাপ, লা লিগা, স্প্যানিশ সুপার কাপ ও দুটি কোপা দেল রে জয় করেছেন তিনি।

এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে স্পেনের হয়ে জয় করেছে ২০১০ বিশ্বকাপ ও ২০০৮ এবং ২০১২ ইউরো।

খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর রিয়াল মাদ্রিদে-ই কোচিং ক্যারিয়ার শুরু হয় আলোনসোর। ২০১৮-১৯ মৌসুমে মাদ্রিদ অ্যাকাডেমির অনূর্ধ্ব-১২ দলের দায়িত্ব নেন এবং লিগ ও টুর্নিও দে ক্যাম্পিওনেস জয় করেন।


এরপর লা লিগার আরেক ক্লাব রিয়াল সোসিয়েদাদ বি দলেরও কোচিং করিয়েছেন আলোনসো। সিনিয়র পর্যায়ে তার প্রথম কোচিং অ্যাসাইনমেন্ট ছিল জার্মান ক্লাব লেভারকুজেনে। দায়িত্ব নেওয়ার পর প্রথম মৌসুমেই ক্লাবটিকে অবিশ্বাস্যভাবে বুন্দেসলিগা শিরোপা এনে দেন তিনি।

এরপর থেকেই দুই সাবেক ক্লাব রিয়াল এবং লিভারপুলের পরবর্তী কোচ হিসেবে গুঞ্জরিত হতে থাকে আলোনসোর নাম। অবশেষে রিয়ালের দায়িত্ব নেওয়ার ব্যাপারে মনস্থির করলেন ৪৩ বছর বয়সি এই কোচ। 

জাবি আলোনসো রিয়াল মাদ্রিদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম