Logo
Logo
×

খেলা

জর্ডানে ত্রিদেশীয় টুর্নামেন্টে নারী দল

ডাক পেলেন ঋতুপর্ণা-মনিকারা, জায়গা হয়নি সাবিনা-মাসুরাদের

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৫:২৯ পিএম

ডাক পেলেন ঋতুপর্ণা-মনিকারা, জায়গা হয়নি সাবিনা-মাসুরাদের

ফাইল ছবি

ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলতে জর্ডান যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আগামীকাল সোমবার (২৬ মে) এই টুর্নামেন্টের জন্য রওনা দেবে দল।

তার আগে ত্রিদেশীয় টুর্নামেন্টের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ পিটার বাটলার। সে দলে ডাক পেয়েছেন ‘বিদ্রোহী’ ১৮ ফুটবলারের ৯ জন। তারা হলেন-রুপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, মনিকা চাকমা, মারিয়া মান্দা, ঋতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও সাগরিকা।

কিন্তু দলে জায়গা মেলেনি সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, সানজিদা আক্তার ও মাসুরা পারভীনের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের।

এই ফুটবলাররা চলতি বছরের শুরুর দিকে বাটলারের অধীনে খেলতে অস্বীকৃতি জানিয়েছিলেন। পরে অবশ্য বাফুফের সঙ্গে কোচ এবং ‘বিদ্রোহী’ খেলোয়াড়দের কয়েক দফা আলোচনার পর বরফ গলে।

২৩ জনের দলে তিন নতুন মুখের দেখা মিলেছে। তারা হলেন- গোলকিপার ফেরদৌসী আক্তার সোনালি, ফরোয়ার্ড উমহেলা মারমা ও মিডফিল্ডার শান্তি মার্দি।

প্রসঙ্গত, ত্রিদেশীয় সিরিজে ৩১ মে ইন্দোনেশিয়ার বিপক্ষে টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। জর্ডানের বিপক্ষে ম্যাচটি খেলবে ৩ জুন।

ত্রিদেশীয় সিরিজের বাংলাদেশ দল

গোলকিপার: রুপনা চাকমা, মেঘলা রানি, ফেরদৌসী আক্তার

ডিফেন্ডার: শিউলি আজিম, শামসুন্নাহার সিনিয়র, আফঈদা খন্দকার (অধিনায়ক), জয়নব বিবি

মিডফিল্ডার: মারিয়া মান্দা, মনিকা চাকমা, স্বপ্না রানী, কোহাতি কিসকু, মুনকি আক্তার, হালিমা আক্তার, শান্তি মার্দি

ফরোয়ার্ড: ঋতুপর্ণা চাকমা, শাহেদা আক্তার, তহুরা খাতুন, শামসুন্নাহার জুনিয়র, মোছাম্মৎ সাগরিকা, সুরভী আকন্দ, মোছাম্মৎ সুলতানা, নবীরণ খাতুন, উমেহলা মারমা

বাংলাদেশ ফুটবল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম