Logo
Logo
×

খেলা

দাপুটে জয়ে শেষ চেন্নাইয়ের, অবসর নিয়ে নতুন বার্তা দিলেন ধোনি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৯:৫৪ পিএম

দাপুটে জয়ে শেষ চেন্নাইয়ের, অবসর নিয়ে নতুন বার্তা দিলেন ধোনি

মহেন্দ্র সিং ধোনি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসরে নিজেদের শেষ ম্যাচে দাপুটে জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। টেবিলের তলানিতে থেকেও শীর্ষ দল গুজরাট টাইটান্সকে ৮৩ রানে হারিয়ে টুর্নামেন্ট শেষ করেছে মহেন্দ্র সিং ধোনির দল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এদিন আগে ব্যাট করে ৫ উইকেটে ২৩০ রান তোলে চেন্নাই। দলটির পক্ষে পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন ডেওয়াল্ড ব্রেভিস (৫৭) এবং ডেভন কনওয়ে (৫২)। তাদের ব্যাটে ভর করেই রানপাহাড়ে চড়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

গুজরাটের পক্ষে ২২ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট শিকার করেন প্রসিধ কৃষ্ণ।

২৩১ রান তাড়া করতে নেমে চেন্নাইয়ের আনশুল কাম্বোজ এবং নুর আহমেদের দাপুটে বোলিংয়ে ১৮.৩ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে যায় গুজরাট। আনশুল এবং নুর দুজনই তিনটি করে উইকেট শিকার করেন। দুই উইকেট পান রবীন্দ্র জাদেজা।


গুজরাটের পক্ষে শুধু ওপেনার সাই সুদর্শন-ই যা একটু প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ইনিংস শুরু করতে নেমে ২৮ বলে ৬ চারে ৪১ রান আসে তার ব্যাটে।

এদিকে টুর্নামেন্টে চেন্নাইয়ের শেষ ম্যাচের পর ফের অবসরের প্রসঙ্গে কথা বলতে হয়েছে চেন্নাইয়ের কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হার্শা ভোগলের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সিদ্ধান্ত নেওয়ার জন্য আমার কাছে এখনও চার-পাঁচ মাস সময় আছে। কোনো তাড়াহুড়ো নেই। ফিটনেস ঠিক রাখতে হবে। নিজের সেরাটা দিতে হবে।’

‘যদি ক্রিকেটীয় পারফরম্যান্সের বিচারে খেলোয়াড়দের অবসর নিতে হত, তা হলে অনেকেই ২২ বছরে অবসর নিয়ে নিত। আপাতত রাঁচীতে ফিরে যাব। ঘুরে-ফিরে সময়টা উপভোগ করব। তার পর দেখা যাবে’-যোগ করেন ধোনি।

স্পষ্ট উত্তর না পেয়ে হার্শা ধোনিকে সরাসরি প্রশ্ন করলে জবাবে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেন, ‘আমি বলছি না যে আমার সময় শেষ হয়ে গেছে। এটাও বলছি না যে পরের বছর ফিরবই। আমার কাছে সময় রয়েছে। ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব।’

আইপিএল চেন্নাই সুপার কিংস মহেন্দ্র সিং ধোনি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম