Logo
Logo
×

আন্তর্জাতিক

লিভারপুল সমর্থকদের বিজয় মিছিলে উঠে গেল গাড়ি, আহত ২৭

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৯:০৩ এএম

লিভারপুল সমর্থকদের বিজয় মিছিলে উঠে গেল গাড়ি, আহত ২৭

লিভারপুলের বিজয় কুচকাওয়াজে একটি গাড়ি উঠে যায়। ছবি: সংগৃহীত

প্রিমিয়ার লিগের এবারের আসরে লিভারপুলের বিজয় কুচকাওয়াজে একটি গাড়ি উঠে যায়।  এ ঘটনায় ২৭ জন আহত হয়েছেন, তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (২৭ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তসংস্থা রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, লিভারপুল এরিয়া থেকে সন্দেহভাজন ৫৩ বছর বয়সি এক ব্রিটিশকে গ্রেফতার করা হয়েছে।  সোমবার বিজয় কুচকাওয়াজের ওপর উঠে যাওয়া গাড়িটির চালক ছিলেন তিনি। তবে ঘটনাটিকে সন্ত্রাসবাদ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

উত্তর-পশ্চিম ইংল্যান্ডের মার্সিসাইড পুলিশের সহকারী প্রধান কনস্টেবল জেনি সিমস এটিকে একটি ‘ভয়াবহ ঘটনা’ হিসাবে বর্ণনা করেছেন। তবে তিনি নিশ্চিত করেছেন এটিকে সন্ত্রাসবাদের কাজ হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

মার্সিসাইড পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তি শ্বেতাঙ্গ, ব্রিটিশ এবং লিভারপুল এলাকার বাসিন্দা। 

সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে নর্থ ওয়েস্ট অ্যাম্বুলেন্স সার্ভিসের (এনডব্লিউএএস) ডেভ কিচিন বলেন, ২৭ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং ঘটনাস্থলেই চিকিৎসা দেওয়া হয়েছে ২০ জনকে।

প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ‘ভয়াবহ’ দৃশ্য বলে বর্ণনা করেছেন। এছাড়া প্রত্যক্ষদর্শীরা বলেছেন, একটি গাড়ি শহরের কেন্দ্রস্থলে উদযাপনরত মানুষের ভিড়ের ওপর চাপা দিতে দেখেছেন তারা।

লিভারপুল সিটি কাউন্সিলের সদস্য লিয়াম রবিনসন সংবাদ সম্মেলনে বলেন, ‘এই ঘটনাটি শহরের জন্য আনন্দের দিনটি অন্ধকার ছায়া ফেলেছে’।

লিভারপুল গাড়ি আহত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম