Logo
Logo
×

খেলা

ব্যাট হাতে প্রোটিয়াদের তুলোধুনো করে যা বললেন ইফতি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৯:১০ পিএম

ব্যাট হাতে প্রোটিয়াদের তুলোধুনো করে যা বললেন ইফতি

ছবি: সংগৃহীত

ইফতিখার হোসেন ইফতির সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে দ্বিতীয় চার দিনের ম্যাচের প্রথম দিন শেষে ৭ উইকেটে ২৪২ রান তুলেছে বাংলাদেশ ইমার্জিং দল। ‘সেঞ্চুরিয়ান’ ইফতির ব্যাটে এসেছে দলীয় সর্বোচ্চ ১০৯ রান।

প্রোটিয়াদের বিপক্ষে স্বপ্নের মতো এক দিন কাটিয়ে ইফতির প্রতিক্রিয়া, ‘শুরুটা একটু কঠিন ছিল। আমরা দ্রুত কয়েকটা উইকেট হারিয়ে ফেলি। তখন মঈন ভাই আসল। কথা বললাম যে উইকেট খারাপ, যতটুকু এগিয়ে নেয়া যায়....চেষ্টা ছিল লম্বা সময় ব্যাটিং করার। এভাবেই পরিকল্পনা করে গেছি।’

ইফতির পাশাপাশি দায়িত্বশীল ব্যাটিং করেছেন মঈন খানও। ১৫ চারে ৯১ রান এসেছে তার ব্যাটে।

প্রথম ইনিংসে দলের লক্ষ্যের কথা জানিয়ে ইফতি যোগ করেন, ‘আমরা এখন ভালো অবস্থানে আছি। চেষ্টা থাকবে ৩০০'র বেশি রান করা। পরিকল্পনা ছিল আজকে শেষ করে এসে কালকে নতুন করে শুরু করার। কিন্তু হয়নি। তবে যা হয়েছে তাতেও খুশি।’

লাল বলের ক্রিকেটে নিজের সাম্প্রতিক ফর্ম নিয়ে ইফতির মূল্যায়ন, ‘’এনসিএলটা ভালো গিয়েছে। ৬০০'র মতো রান করেছি। প্রিমিয়ার লিগও ভালো গেছে.... টি-টোয়েন্টিও মোটামুটি গিয়েছে। সেই সুবাদেই এখানে ডাক পেয়েছি। অনেকদিন ইনজুরি ছিল.. দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচেও ছিলাম না। চেষ্টা করেছি ভালো খেলার... বাকিটা আল্লাহর হাতে।’

বাংলাদেশ ক্রিকেট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম