Logo
Logo
×

খেলা

ফাহামেদুল আসছেন বুধবার

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৯:৩৯ পিএম

ফাহামেদুল আসছেন বুধবার

ফাহামেদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ক্রীড়াঙ্গনে এখন প্রধান আলোচনার বিষয় এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের হোম ম্যাচ। ১০ জুন ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের জন্য রোমাঞ্চকর অপেক্ষায় ফুটবল দর্শকরা। স্বভাবতই টিকিটের চাহিদা তুঙ্গে। প্রথমবার অনলাইনে টিকিট বিক্রি করতে গিয়ে হযবরল অবস্থা বাফুফের।

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য জাতীয় দলের ক্যাম্প শনিবার শুরু হওয়ার কথা রয়েছে। দর্শকদের তুমুল আগ্রহের কারণ, এই ম্যাচ দিয়ে ঘরের মাঠে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর। শুধু তাই নয়। এই ম্যাচে লাল-সবুজ জার্সিতে অভিষেক হবে কানাডা প্রবাসী শমিত সোমের। অভিষেক হতে পারে ইতালি প্রবাসী ফাহামেদুল ইসলামেরও।

দেশের ফুটবলে এই তিন প্রবাসীর মধ্যে সবার আগে আজ ঢাকায় আসবেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহামেদুল ইসলাম। সবচেয়ে বড় তারকা হামজা চৌধুরী ঢাকায় আসবেন ২ জুন। সবার শেষে ৩ জুন আসবেন কানডা জাতীয় দলে খেলা শমিত। ১ জুন শমিতের ক্লাবের ম্যাচ রয়েছে। তাই তাকে ৪ জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে পাবেন না কোচ কাবরেরা।

বাংলাদেশ ফুটবল ফাহামেদুল ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম