পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে কেমন খেলে বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৯:৫১ এএম
সিরিজ শুরুর আগে ফটোসেশনে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ও পাক অধিনায়ক সালমান আলী আগা/পাকিস্তান ক্রিকেট
|
ফলো করুন |
|
|---|---|
২০২১ সালের পর আবারও টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ আর পাকিস্তান। লাহোরে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নামবে দুই দল। এই সিরিজ শুরুর আগে সব দিক থেকেই ফেভারিট পাকিস্তান। ইতিহাসের দিকে তাকালে তো আরও বেশি। দুই দলের মুখোমুখি লড়াইয়ে বাংলাদেশ জিতেছে মোটে ৩ বার, পাকিস্তানের জয় সেখানে ১৬টি ম্যাচে।
তবে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দেখাতে জয়টা পেয়েছে বাংলাদেশই। কি চমকে উঠলেন? না, তথ্যটা অসত্য নয়। কাগজে কলমে দুই দলের সবশেষ ম্যাচে জিতেছে বাংলাদেশই। তবে সে ম্যাচটা ছিল হাংজুর এশিয়ান গেমসের তৃতীয় স্থান নির্ধারণীতে। খুশদিল শাহ আর আসিফ আলী বাদে সে দলে পাকিস্তানের নিয়মিত একাদশের কেউই খেলেননি, বাংলাদেশ দলের অবস্থাও অনেকটা এমনই। সে জয়টাকে তাই ধর্তব্যে আনবেন কি না, সে সিদ্ধান্ত আপনিই নিন।
বাকি সব দিকেও পাকিস্তান এগিয়ে যোজন যোজন ব্যবধানে। দুই দলের মুখোমুখি লড়াইয়ে দলীয় সর্বোচ্চ রান বাংলাদেশের যেখানে ১৭৫/৬, সেখানে পাকিস্তানের সর্বোচ্চ রান হচ্ছে ২০৩/৫। বাংলাদেশ ২০১১ সালে ৯ উইকেট খুইয়ে ৮৫ রান করেছিল, সেটা দলের সর্বনিম্ন, পাকিস্তানের সর্বনিম্ন রানটা হচ্ছে ১২৭/৫।
সবচেয়ে বেশি ব্যক্তিগত রানের দিক থেকে অবশ্য বাংলাদেশ ‘এগিয়ে’। সাকিব আল হাসান ৩৬০ রান করে আছেন এই লড়াইয়ে সবার ওপরে। পাকিস্তানের সর্বোচ্চ রান মোহাম্মদ হাফিজের, তিনি এই দ্বৈরথে করেছেন ২৭৭ রান। বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও সাকিবের, ২০১২ বিশ্বকাপে ৮৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি। পরের বিশ্বকাপে ১১১ রানের অপরাজিত ইনিংস খেলেন আহমেদ শেহজাদ, যা পাকিস্তানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
এই লড়াইয়ে সবচেয়ে বেশি উইকেট পাকিস্তানের পক্ষে মোহাম্মদ ওয়াসিম আর শহিদ আফ্রিদির, ১০টি। বাংলাদেশের সর্বোচ্চ ৮ উইকেট তাসকিন আহমেদের। সেরা বোলিংটা শাহীন আফ্রিদির দখলে, ২০২২ সালে অ্যাডিলেডে ২২ রানে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। বাংলাদেশের পক্ষে সেরা বোলিংটা ২০২১ সালে করেছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, ১০ রানে ৩ উইকেট নিয়েছিলেন তিনি।
এক নজরে বাংলাদেশ-পাকিস্তান দ্বৈরথ
দলীয় সর্বোচ্চ
বাংলাদেশ ১৭৫/৬, পাল্লেকেলে, ২০১২
পাকিস্তান ২০৩/৫, করাচি, ২০০৮
দলীয় সর্বনিম্ন
বাংলাদেশ ৮৫/৯, ঢাকা, ২০১১
পাকিস্তান ১২৭/৫, ঢাকা, ২০২১
সবচেয়ে বেশি রান
বাংলাদেশ ৩৬০, সাকিব আল হাসান
পাকিস্তান ২৭৭, মোহাম্মদ হাফিজ
ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস
বাংলাদেশ ৮৪, সাকিব, পাল্লেকেলে, ২০১২
পাকিস্তান ১১১*, আহমেদ শেহজাদ, ঢাকা, ২০১৪
সবচেয়ে বেশি ছক্কা
বাংলাদেশ ১০, সাকিব
পাকিস্তান ১৩, শহীদ আফ্রিদি
সর্বোচ্চ জুটি
বাংলাদেশ ১০৫*, সাকিব ও সাব্বির
ঢাকা, ২০১৫
পাকিস্তান ১৪২, সালমান ও কামরান
সেন্ট লুসিয়া, ২০১০
সবচেয়ে বেশি উইকেট
বাংলাদেশ ৮, তাসকিন আহমেদ
পাকিস্তান ১০, মোহাম্মদ ওয়াসিম ও শহীদ আফ্রিদি
সেরা বোলিং
বাংলাদেশ ৩/১০, মাহমুদউল্লাহ, ঢাকা, ২০২১
পাকিস্তান ৪/২২, শাহিন শাহ আফ্রিদি অ্যাডিলেড, ২০২২
সবচেয়ে বেশি ডিসমিসাল
বাংলাদেশ ১১, মুশফিকুর রহিম
পাকিস্তান ৯, মোহাম্মদ রিজওয়ান
