Logo
Logo
×

খেলা

মেহেদির পর শরিফুলের আঘাত, ৫ রানে সাজঘরে দুই ওপেনার

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৯:১৯ পিএম

মেহেদির পর শরিফুলের আঘাত, ৫ রানে সাজঘরে দুই ওপেনার

শেখ মেহেদি হাসানের ঘুর্ণির পর পেস বোলার শরিফুল ইসলামের গতিতে কুপোকাত পাকিস্তান ক্রিকেট দল। ইনিংসের ১.২ ওভারে মাত্র ৫ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে বিপাকে স্বাগতিক পাকিস্তান।

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

আগে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে যায় স্বাগতিকরা। ইনিংসের প্রথম ওভারের তৃতীয় বলেই ওপেনার সায়েম আইয়ুবকে ফেরান শেখ মেহেদি হাসান। তার বলে ক্যাচ তুলে দিয়ে গোল্ডেন ডাক মারেন পাকিস্তানের ওপেনার।

চার বলে ১ রান করতেই শরিফুলের গতিতে বিভ্রান্ত পাকিস্তানের অভিজ্ঞ ওপেনার ফখর জামান। তিনি এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন। তার বিদায়ে মাত্র ৮ বলে ৫ রানে দুই ওপেনারকে হারায় পাকিস্তান।

শুরুতে দুই উইকেট হারিয়ে বিপাকে পড়ে যাওয়া দলকে খেলায় ফেরাতে চেষ্টা করছেন অধিনায়ক আগা সালমান ও মোহাম্মদ হারিস।

পরিসংখ্যান 

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি রেকর্ড খুবই বাজে। উভয় দল অতীতে ১৯ ম্যাচে অংশ নেয়। তার মধ্যে ৩টিতে জয় পায় বাংলাদেশ হেরেছে ১৬ ম্যাচে। তবে সবশেষ সাক্ষাতে পাকিস্তানকে হারায় বাংলাদেশ। 

পাকিস্তান: ফখর জামান,  সাইম আইয়ুব, মোহাম্মদ হারিস, সালমান আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ ও আবরার আহমেদ।

বাংলাদেশ: তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, লিটন কুমার দাস (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহেদী হাসান, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম