Logo
Logo
×

খেলা

সালমান নওয়াজের ঝড় থামালেন হাসান রিশাদ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ১০:১২ পিএম

সালমান নওয়াজের ঝড় থামালেন হাসান রিশাদ

ইনিংসের শুরুতে দুই ওপেনারকে হারালেও আগা সালমান, মোহাম্মদ হারিস ও হাসান নওয়াজের ব্যাটে ভালোভাবেই ধাক্কা সামলায় পাকিস্তান।

প্রথম ৮ বলে ৫ রানে সায়েম আইয়ুব ও ফখর জামান আউট হওয়ার পর তৃতীয় উইকেট অধিনায়ক আগা সালমানের সঙ্গে ৩০ বলে ৩৯ রানের জুটি গড়েন মোহাম্মদ হারিস।

তাদের এই জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। তার বলে বাউন্ডারি হাঁকাতে গয়ে ক্যাচ তুলে দেন হারিস। তিনি সাজঘরে ফেরার আগে ১৮ বলে চারটি চার আর এক ছক্কায় ৩৪ রান করেন।

হারিস আউট হওয়ার পর হাসান নওয়াজের সঙ্গে জুটি গড়ে ৩৪ বলে ৬৫ রানের পার্টনারশিপ গড়েন আগা সালমান। ১২তম ওভারের শেষ বলে ৩৪ বলে ৮টি চার আর এক ছক্কায় ৫৬ রান করা অধিনায়ক সালমানকে আউট করে ঝড় থামান হাসান মাহমুদ।   

পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে রীতিমতো ঝড় তুলেন হাসান নওয়াজ। পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে মাত্র ২২ বলে দুই চার ৪টি ছক্কার সাহায্যে ২০০ স্ট্রাইকরেটে ৪৪ রান করে ফেরেন নওয়াজ। 

সাত নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামা খুশদিল শাহ ডাউন দ্য উইকেটে খেলতে শামিমের বলে বিভ্রান্ত হয়ে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরেন। তখন পাকিস্তাতানের সংগ্রহ ছিল ১৬.১ ওভারে ১৫০ রান।   

বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম