Logo
Logo
×

খেলা

পদত্যাগ করবেন না বিসিবি সভাপতি

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৪:১৪ পিএম

পদত্যাগ করবেন না বিসিবি সভাপতি

ছবি: সংগৃহীত

দেশের পরিবর্তিত পরিস্থিতিতে নাজমুল হাসান পাপনের জায়গায় বিসিবি প্রধানের দায়িত্ব নিয়েছিলেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। তবে সকাল থেকেই জোরাল গুঞ্জন—পদত্যাগের করতে যাচ্ছেন তিনি। বিষয়টি নিজেই উড়িয়ে দিয়েছেন। ফারুক আহমেদ বলেছেন, পদত্যাগ করার কোনো কারণ নেই।

জানা গেছে, বুধবার রাতে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসভবনে গিয়েছিলেন বিসিবি প্রধান ফারুক। ক্রীড়া উপদেষ্টা আলোচনায় ফারুককে বার্তা দিয়েছেন, তিনি বিসিবির শীর্ষ পদে পরিবর্তন আনতে চাচ্ছেন। যদিও কেন পরিবর্তন আনতে চাচ্ছেন, সে ব্যাখ্যা দেওয়া হয়নি ফারুককে।

এর আগে, গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত দুই পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমকে সরিয়ে দেওয়া হয়। তাদের পরিবর্তে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ এবং ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমূল আবেদীনকে এনএসসি তাদের নতুন পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। পরে পরিচালকদের ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন ফারুক। এর আগে বোর্ড সভাপতির পদ থেকে পদত্যাগ করেন নাজমুল হাসান।

এদিকে বিসিবির বোর্ডে পরিবর্তন আনার কথা ভাবলেও ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে আইসিসির কঠোর অবস্থানের বিষয়টি মাথায় রাখতে হচ্ছে। কেননা, সরকার চাইলেই বিসিবির পরিচালনা পর্ষদে পরিবর্তন আনতে পারে না। বিসিবির পরিচালক এবং সভাপতিকেও হতে হয় নির্বাচিত।

অবশ্য ফারুক আহমেদ যদি নিজ থেকে সরে দাঁড়ান, তাহলে ভিন্ন কথা।

এদিকে কয়েক দিন ধরেই গুঞ্জন, তিন মাসের জন্য বিসিবির সভাপতির দায়িত্ব নিতে পারেন জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, আগামী মাসেই যার আইসিসিতে চাকরির মেয়াদ শেষ হওয়ার কথা।

আমিনুল ইসলাম বিসিবির দায়িত্ব নেওয়া প্রসঙ্গে একটি গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাকে বিসিবি সভাপতির দায়িত্ব নিতে এখনো বলা হয়নি। ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বোর্ড সভাপতির সঙ্গে গতকালের সভায়ও আমি ছিলাম না। তবে ১০-১৫ দিন আগে আমার সঙ্গে উপদেষ্টার পক্ষ থেকে যোগাযোগ করা হয়। তারা আমাকে কোনো একটা ভূমিকায় কিছু সময়ের জন্য বাংলাদেশের ক্রিকেটে চাচ্ছেন। আমিও তাতে রাজি হয়েছি।’

তবে বিসিবির দায়িত্ব নিলেও যে সেটা লম্বা সময়ের জন্য নয় সেটাও জানিয়েছেন আমিনুল, ‘আমার বিসিবিতে লম্বা সময় ধরে থাকার ইচ্ছা নেই। আমাকে হয়তো আবেগ প্রবণ ভাবতে পারেন, তবে একটা দেশের যখন সৈনিক দরকার হয়, ওই সৈনিক কিন্তু তার পারিশ্রমিক বা নিজের স্বার্থ দেখে না। কাজটাই তার কাছে আগে। আমার চিন্তাও সেরকম। বিসিবির যে কোনো দায়িত্ব নিতে আমি প্রস্তুত। দেখা যাক কি হয়।’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম