Logo
Logo
×

খেলা

ক্রীড়া পরিষদ চাইলেই বিসিবি সভাপতি হবেন আমিনুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ১১:৩০ পিএম

ক্রীড়া পরিষদ চাইলেই বিসিবি সভাপতি হবেন আমিনুল

আমিনুল ইসলাম বুলবুল। ফাইল ছবি

আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হিসেবে ফারুক আহমেদকে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 

ক্রীড়া পরিষদের মনোনয়নে বিসিবির পরিচালক হয়ে পরিচালকদের সর্বাধিক ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ।

কিন্তু বিসিবি সভাপতি হিসেবে তার এক বছর পূর্ণ না হতেই আজ প্রজ্ঞাপন জারি করে ফারুক আহমেদের পরিচালক পদ প্রত্যাহার করে নেয় জাতীয় ক্রীড়া পরিষদ। 

ক্রীড়া পরিষদ ফারুক আহমেদের পরিচালক পদ প্রত্যাহার করে নেওয়ায় ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে থাকার যোগ্যতা হারালেন ফারুক আহমেদ। তার মানে এখন বিসিবি সভাপতি পদ শূন্য। 

এই শূন্য পদে বসতে পারেন জাতীয় দলের সাবেক আরেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তিনি যদিও ক্রিকেট বোর্ডের পরিচালক নন।

কিন্তু ফারুক আহমেদের মতো জাতীয় ক্রীড়া পরিষদ যদি আমিনুল ইসলাম বুলবুলকে ক্রিকেট বোর্ডের পরিচালক হিসেবে মনোনয়ন দেয়; আর বোর্ডের পরিচালকরা যদি বুলবুলকে ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত করেন, তাহলে দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের ক্রিকেট বোর্ডের সভাপতি হতে আর কোনো বাধা রইল না।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম