Logo
Logo
×

খেলা

পদ হারানোর পর ফারুকের দেশত্যাগ নিয়ে যা জানা গেল

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০১:৫৭ পিএম

পদ হারানোর পর ফারুকের দেশত্যাগ নিয়ে যা জানা গেল

ফারুক আহমেদ/ফাইল ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ড উত্তাল সময়ই পার করছে। গেল বৃহস্পতিবার রাতে বিসিবি সভাপতির পদ হারিয়েছেন ফারুক আহমেদ। জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন বাতিলের ফলে পদ হারান তিনি। বিসিবির গঠনতন্ত্র মেনেই এভাবে পদ হারালেন ফারুক।

এরপর তার দেশ ছাড়ার গুঞ্জনও ছড়িয়ে পড়ে সাবেক এই অধিনায়কের। তবে একাধিক সূত্র নিশ্চিত করেছে, বিষয়টি সত্য নয়। ফারুক আহমেদ এখনও দেশেই আছেন।  

সবশেষ বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে বিতর্ক দেখা দেয়। এনএসসি এই নিয়ে তদন্ত কমিটির রিপোর্ট প্রকাশ করেছে। সেই রিপোর্টে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে নানা অব্যবস্থাপনার অভিযোগ আনা হয়েছে। এছাড়া, আটজন পরিচালক তার প্রতি অনাস্থা জানিয়ে বিষয়টি আরও সামনে নিয়ে আসেন। 

৮ পরিচালকের চিঠি পেয়ে জাতীয় ক্রীড়া পরিষদ নিজেদের কোটার ৫ পরিচালকের পদের একটি থেকে ফারুককে সরিয়ে দেয়। আর সেখানেই আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলরশিপ প্রদান করে। গঠনতন্ত্র মেনে এখন তিনি বিসিবি পরিচালক হয়ে সভাপতি নির্বাচিত হতে পারবেন বুলবুল। 

আজ শুক্রবার বিকালে বোর্ড সভা ডাকা হয়েছে সহ-সভাপতি নাজমুল আবেদীন ফাহিমের সভাপতিত্বে। সেখানে প্রথমে পরিচালক ও এরপর আমিনুলকে বোর্ড সভাপতির দায়িত্ব দেওয়া হবে।

এর আগে গেল বছরের আগস্টে সরকার পতনের পর জাতীয় ক্রীড়া পরিষদ তাদের পরিচালক জালাল ইউনুস ও সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে দেয় কাউন্সিলর পদ থেকে। তাদের জায়গায় ফাহিম ও ফারুককে পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। সে পথ ধরেই ফারুক সভাপতি হন। তবে তার বছর পূর্তির আগে সে একই পথ ধরে সরে যেতে হলো তাকে। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম