‘বুলবুল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে বরণ করে নেওয়া হলো জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
‘বুলবুল ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম’ স্লোগানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে বরণ করে নেওয়া হলো জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে। শুক্রবার (৩০ মে) আনুষ্ঠানিকভাবে সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য বিসিবি কার্যালয়ে যান তিনি।
এদিন বিকেল পৌনে ছয়টার কিছু আগে বোর্ডের নতুন সভাপতি হিসেবে আমিনুলের নাম ঘোষণা করে বিসিবি। এর আগে তাকে প্রথমে কাউন্সিলর এবং পরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে বোর্ড পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়।
শুক্রবার বিকালে বোর্ড পরিচালকদের সভায় প্রত্যক্ষ ভোটে ক্রিকেট বোর্ডের সভাপতি নির্বাচিত হন দেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল।
এর আগে গত বৃহস্পতিবার (২৯ মে) বিসিবি সভাপতির পদ থেকে ছাঁটাই করা হয় ফারুক আহমেদকে। এনএসসির মনোনয়নের মাধ্যমে ফারুক বিসিবি পরিচালক হন। পরে পরিচালকদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন।
তবে নানা বিতর্কের জেরে চলতি বছরের শুরু থেকেই ফারুকের চেয়ার নড়বড়ে হয়ে যায়। সবশেষ তার বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ৮ বোর্ড পরিচালক চিঠি দেন। এরপরই তাকে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সরকার।
