Logo
Logo
×

খেলা

বিসিবির নতুন সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে যা বলেন ইমরুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৬:৪৪ পিএম

বিসিবির নতুন সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে যা বলেন ইমরুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৬তম সভাপতি হলেন আমিনুল ইসলাম বুলবুল। 

শুক্রবার বিকালে বিসিবির পরিচালনা পর্ষদের সভায় সভাপতি নির্বাচিত হন বুলবুল। সাবেক দুই সভাপতি নাজমুল হাসান পাপন ও ফারুক আহমেদের মতো বুলবুলও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সভায় শুরুতে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়নে বোর্ড পরিচালক ঘোষণা করা হয় তাকে। এরপর পরিচালকদের ভোটে সভাপতি নির্বাচিত হন দেশের সাবেক এই অধিনায়ক।

বিসিবি সভাপতি হওয়ার আগে ৫৭ বছর বয়সি বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন।

বিসিবির নতুন সভাপতিকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার ইমরুল কায়েস। 

নিজের ব্যক্তিগত ফেসবুকে  ইমরুল লিখেন-বাংলাদেশের ক্রিকেটকে কালো থাবা থেকে দূরে রাখতে আমরা কিছু মানুষ সব সময়ই সোচ্চার হই। ভালো কিছুর প্রত্যাশা রাখলেও, দুর্ভাগ্যবশত অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুর্বল ব্যবস্থাপনার কারণে সেই প্রত্যাশা পূরণ হয়নি। দেশের ক্রিকেটের এই লজ্জাজনক পরিস্থিতি থেকে মুক্তির জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছি।

তিনি আরও লিখেন, আমরা আশা করি নতুন সভাপতি বুলবুল ভাই সততা, সাহসিকতা ও দূরদর্শিতার সাথে তার দায়িত্ব পালন করবেন। তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার এবং খেলোয়াড়ি জীবনে নিষ্ঠা ও পেশাদারিত্বের উদাহরণ রেখেছেন। এই অবস্থায় তার কাঁধে অনেক বড় দায়িত্ব পড়েছে— শুধু প্রশাসনিক শৃঙ্খলা ফেরানো নয় বরং জাতীয় দলের প্রতি মানুষের হারিয়ে যাওয়া আস্থা পুনরুদ্ধার করাও তার অন্যতম চ্যালেঞ্জ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম