Logo
Logo
×

খেলা

‘কুইক টি-টোয়েন্টি’ ইনিংস খেলতে এসেছেন টেস্টের মহারথী আমিনুল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৭:১৬ পিএম

‘কুইক টি-টোয়েন্টি’ ইনিংস খেলতে এসেছেন টেস্টের মহারথী আমিনুল

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। শুক্রবারের (৩০ মে) বোর্ড সভায় বিসিবি পরিচালকদের ভোটে এই দায়িত্ব পেয়েছেন তিনি।

আমিনুল ইসলাম বুলবুল মূলত টেস্ট ক্রিকেটের মহারথী। দেশের অভিষেক টেস্টে তার খেলা ১৪৫ রানের ইনিংস তাকে চিরস্মরণীয় করে রেখেছে। তবে বিসিবি সভাপতির পদে আসীন হওয়ার পর টি-টোয়েন্টি মেজাজে দায়িত্ব পালনের ইঙ্গিত দিয়েছেন তিনি।

বিসিবি সভাপতি হিসেবে প্রথম সংবাদ সম্মেলনে আমিনুল বলেছেন, ‘টেস্ট পাঁচ দিনের খেলা, ওয়ানডে হয় সাত ঘণ্টা। আমি একটা কুইক টি-টোয়েন্টি ইনিংস খেলতে চাই।’

এদিকে আগামী অক্টোবরে বিসিবির নির্বাচন হওয়ার কথা। তাই সভাপতি হিসেবে তার মেয়াদ নিয়ে সংবাদ সম্মেলনে প্রশ্নের মুখোমুখি হতে হয়। এসময় আমিনুল বলেন, তিন মাসের নির্ধারিত সময় নিয়ে তিনি বিসিবির সভাপতি হননি, ‘আমি বিসিবির নির্বাচিত সভাপতি। কোন নির্দিষ্ট টাইমফ্রেম নিয়ে এখানে আসিনি।’

এর আগে শুক্রবার প্রথমে কাউন্সিলর, পরে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে পরিচালক এবং সবশেষ বোর্ড পরিচালকদের প্রত্যক্ষ ভোটে বিসিবি সভাপতি নির্বাচিত হন আমিনুল।

গত বৃহস্পতিবার (২৯ মে) সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদকে পদচ্যুত করা হয়। ‘দুর্নীতিপরায়ণতা’ ও ‘স্বজনপ্রীতির’ মতো গুরুতর অভিযোগে তার বিরুদ্ধে ৮ পরিচালক অনাস্থা জানানোর পরই তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম