Logo
Logo
×

খেলা

বিশ্বকাপের আগেই সেই ডিফেন্ডারকে পেয়ে গেল রিয়াল

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ০৮:৫১ পিএম

বিশ্বকাপের আগেই সেই ডিফেন্ডারকে পেয়ে গেল রিয়াল

নতুন রিয়াল কোচ জাবি আলোনসো এবং ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ড। ছবি: সংগৃহীত

ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ড রিয়াল মাদ্রিদে যোগ দিচ্ছেন, তা নিশ্চিতই ছিল। তবে ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই তাকে স্প্যানিশ দলটি আনুষ্ঠানিকভাবে সাইন করতে পারে কি না তা নিয়ে জল্পনা-কল্পনা ছিল। অবশেষে ক্লাব বিশ্বকাপের আগেই সে আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে তারা।

শুক্রবার (৩০ মে) এক বিবৃতির মাধ্যমে রিয়াল জানিয়েছে, তারা এই ইংলিশ ডিফেন্ডারের সঙ্গে ৬ বছরের চুক্তি করেছে। অ্যালেক্সান্ডার-আরনল্ডের সদ্য সাবেক ক্লাব লিভারপুলও বিষয়টি নিশ্চিত করেছে।

লিভারপুলের সঙ্গে ৩০ জুন পর্যন্ত চুক্তি ছিল অ্যালেক্সান্ডার-আরনল্ডের। তবে যেহেতু ক্লাব বিশ্বকাপ ১৫ জুন শুরু হতে যাচ্ছে, তাই এর আগেই ইংলিশ ডিফেন্ডারকে দলে টানার জন্য ঝাঁপায় রিয়াল। সেই চাওয়া থেকেই লিভারপুলের সঙ্গে একটি সমঝোতা চুক্তিতে পৌঁছেছে তারা।

ইএসপিএন জানিয়েছে, চ্যাম্পিয়ন্স লিগজয়ী অ্যালেক্সান্ডার-আরনল্ডের জন্য ১০ মিলিয়ন ইউরো খরচ করতে হচ্ছে স্প্যানিশ জায়ান্টদের।

রিয়াল তাদের বিবৃতিতে লিখেছে, ‘রিয়াল মাদ্রিদ ও লিভারপুল সমঝোতায় পৌঁছেছে। আগামী ছয় মৌসুম রিয়ালের হয়ে খেলবেন ট্রেন্ট আলেক্সজান্ডার-আরনল্ড। তার চুক্তির মেয়াদ ১ জুন ২০২৫ থেকে ৩০ জুন ২০৩১ পর্যন্ত। রিয়ালের হয়ে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলবেন অ্যালেক্সান্ডার-আরনল্ড। যা আগামী ১৫ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে।’

লিভারপুলের একাডেমিতে ৬ বছর বয়সে যোগ দিয়েছিলেন অ্যালেক্সান্ডার-আরনল্ড। দীর্ঘ ২০ বছরের ক্যারিয়ারে অলরেডদের হয়ে সিনিয়র পর্যায়ে ৩৫৪ ম্যাচ খেলেছেন তিনি। ২৩ গোলের বিপরীতে ৯২ গোলে সহায়তা করেছেন। দলটির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ, প্রিমিয়ার লিগসহ মোট ৮ টি মেজর শিরোপা জিতেছেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম