|
ফলো করুন |
|
|---|---|
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ বনাম পাকিস্তান। টস জিতে প্রথমে ব্যাট করছে স্বাগতিক পাকিস্তান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই ভুল বোঝাবুঝিতে রান আউট সায়েম আইয়ুব। দলীয় ১২ রানে ৪ বলে ৪ রানে ফেরেন তিনি। প্রথম ওয়ানডেতে শূন্য রানে ফেরেন পাকিস্তানের এই ওপেনার।
প্রথম টি-টোয়েন্টিতে অধিনায়ক আগা সালমান ও শাদাব খানের ব্যাটিং তাণ্ডবে ৭ উইকেটে ২০১ রান করে পাকিস্তান। বিশাল টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ের কারণে ১৯.২ ওভারে ১৬৪ রানে অলআউট হয় বাংলাদেশ ক্রিকেট দল।
দলের হয়ে ৩০ বলে সর্বোচ্চ ৪৮ রান করেন লিটন। ২০ বলে ৩৬ রান করেন জাকের আলি। ১৭ বলে ৩১ রান করেন ওপেনার তানজিদ হাসান তামিম।
পাকিস্তানের ৩৭ রানের জয়ে দুর্দান্ত বোলিং করেন পেস বোলার হাসান আলি। তিনি ৩.২ ওভারে ৩০ রান খরচ করে ৫ উইকেট শিকার করেন।
প্রথম ম্যাচে হেরে সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট দল। আজ হেরে গেলে সিরিজ হাতছাড়া হবে লিটন দাসের নেতৃত্বাধীন দলের।
বাংলাদেশ: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।
পাকিস্তান: হাসান নওয়াজ, শাদাব খান, খুশদিল শাহ, ফাহিম আশরাফ, হাসান আলি, হারিস রউফ, আবরার আহমেদ, সালমান আলি আগা (অধিনায়ক) সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব ও মোহাম্মদ হারিস।
