Logo
Logo
×

খেলা

ফাইনাল মিউনিখে, প্যারিসে কেন বাড়তি নিরাপত্তা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৫, ১০:০৭ পিএম

ফাইনাল মিউনিখে, প্যারিসে কেন বাড়তি নিরাপত্তা

ছবি: সংগৃহীত

এবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হবে জার্মানির মিউনিখ শহরে। সেখানে অবস্থিত জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখের ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় আগামী ১ জুন বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালে মুখোমুখি হবে প্যারিস সেন্ট জার্মেই ও ইন্টার মিলান।

ফাইনাল ঘিরে মিউনিখে তো কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকছেই, তবে প্যারিসের প্রশাসনও ফাইনালকে কেন্দ্র করে নিরাপত্তা নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ফরাসি সংবাদমাধ্যমের খবর, শনিবার রাতের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সময় প্যারিসে পাঁচ হাজার ৪০০ পুলিশ মাঠে নামানোর সিদ্ধান্ত নিয়েছেন সেখানকার পুলিশ প্রধান লরাঁ নুনেস।

জার্মানির মিউনিখে শনিবার বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ফাইনাল ম্যাচটি। ম্যাচটিতে পিএসজি জিতলে ফ্রান্সের রাজধানী শহরের মানুষ উল্লাসে ফেটে পড়বে নিশ্চিত। কারণ এমনটি হলে প্রথমবার এই শিরোপার স্বাদ পাবে পিএসজি। সঙ্গে ট্রেবলও পূর্ণ হবে। এরই মধ্যে অবশ্য ক্লাবটি ঘরোয়া ট্রেবল পূর্ণ করেছে।

গত সোমবার ইংল্যান্ডে লিভারপুলের শিরোপা উৎসব চলার সময় চলন্ত গাড়ির ধাক্কায় অন্তত ২৭ জন আহত হন। তার আগে প্যারিসের মানুষও অনাকাঙ্ক্ষিত ঘটনার সাক্ষী হয়।

আর্সেনালকে হারিয়ে পিএসজি চ্যাম্পিয়নস লিগের ফাইনাল নিশ্চিত করার পর অতি উচ্ছ্বাসে রাস্তায় নেমে এসেছিল ক্লাবটির সমর্থকরা। বিভিন্ন আপত্তিকর ঘটনায় জড়িত থাকার দায়ে সেদিন ৪৭ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম