Logo
Logo
×

খেলা

সাকিবের বিশ্বাস, বাংলাদেশ কামব্যাক করবে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ৩১ মে ২০২৫, ১০:০১ এএম

সাকিবের বিশ্বাস, বাংলাদেশ কামব্যাক করবে

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে লড়েছেন এক তানজিম হাসান সাকিবই/ক্রিকইনফো

সংযুক্ত আরব আমিরাতে প্রস্তুতিমূলক সিরিজটা হেরেছিল বাংলাদেশ। তখনই আঁচ মিলছিল, পাকিস্তান সিরিজে কী হতে চলেছে। শেষমেশ হয়েছেও তাই। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। এবার দলের সামনে হোয়াইটওয়াশের শঙ্কা।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ হেরেছে ৫৭ রানের বড় ব্যবধানে। এই ম্যাচে আরও একবার দলের ব্যাটিং লাইন আপ ধসে পড়েছে রীতিমতো। বাংলাদেশের পক্ষে লড়েছেন স্রেফ তানজিম হাসান সাকিবই। দারুণ এক ফিফটি করে বাংলাদেশের ইনিংসটাকে ভদ্রস্থ একটা রূপ দিয়েছেন তিনি। 

তবে সেই সাকিবের বিশ্বাস, বাংলাদেশ শেষ ম্যাচে ‘কামব্যাক’ করবে। তবে তার আগে সমস্যার সমাধান চাই। সাকিবের চোখে সে সমস্যাটা হচ্ছে, দ্রুত উইকেট খুইয়ে বসাটা। তিনি বলেন, ‘আসলে উইকেট হিসাব করলে এখানে পিএসএলেও দেখা গেছে ২০০ রান অনেক সহজে হচ্ছে। ২০০ রান তাড়া করার মতোই। প্রথম ম্যাচেও লিটন (দাস) ভাই যতক্ষণ ছিল আমরা ম্যাচে ছিলাম। সমস্যাটা হলো আমরা ব্যাক টু ব্যাক উইকেট হারিয়ে ফেলছি। এখানেই ব্যাকফুটে চলে যাচ্ছি।’  

তিনি আরও যোগ করেন, ‘এটা অবশ্যই চিন্তার জায়গা। আমরা ম্যাচটা হারতেছি ব্যাক টু ব্যাক উইকেট হারানোর কারণে। সেটাই আমাদের প্রধান সমস্যা। আমাদের রান অটো চলে আসে। যখন ব্যাক টু ব্যাক উইকেট যায় তখন আমরা ম্যাচ থেকে বের হয়ে যাচ্ছি। টি-টোয়েন্টিতে যে দল ১০ উইকেট নিতে পারবে তারাই বেশিরভাগ সময় জিতে। আমি মনে করি উইকেট ধরে খেলা বেশি জরুরি। আমাদের এই জায়গাতে অনেক বেশি মনোযোগ দিতে হবে।’

তবে এই দলের পক্ষে শেষ ম্যাচে কামব্যাক করা অসম্ভব নয়, মনে করেন সাকিব। তিনি বলেন, ‘যারা দলে আছেন সবাই সব জায়গায় প্রমাণিত। আমার মনে হয় তারা হয়তো একটু ছন্দের বাইরে আছে। আমি আমার টিমমেটদের ওপর অনেক বেশি আত্মবিশ্বাস রাখি। আমি আশা রাখি তারা পরের ম্যাচে কামব্যাক করবে। আমি মনে করি, ব্যাটাররা আরও দায়িত্বশীল ব্যাটিং করলে এই উইকেটে ২০০ রান তাড়া করা সম্ভব। জুটি গড়াতে অনেক বেশি মনোযোগ দিতে হবে।’

সিরিজের শেষ ম্যাচ আগামীকাল রোববার মাঠে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম